এয়ার ইন্ডিয়া এবং নেপাল এয়ারলাইন্সের দুটি বিমান মাঝ আকাশে খুব কাছাকাছি চলে এসেছিল। যে কোনও সময় সংঘর্ষে হতে পারত। তবে বিমানে থাকা সতর্কতা ব্যবস্থাগুলি পাইলটদের সতর্ক করেছিল। ফলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
আরও পড়ুন- উত্তরাখণ্ডের এই কালী মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে নানা অলৌকিক ঘটনা
নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAN) অবহেলার জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলার বিভাগের তিন কর্মচারীকে বরখাস্ত করেছে। CAAN এর মুখপাত্র জগন্নাথ নিরাউলা বলেছেন, নেপাল এয়ারলাইন্সের এয়ারবাস A-320 বিমানটি শুক্রবার সকালে কুয়ালালামপুর থেকে কাঠমান্ডু আসছিল।
advertisement
একই সময়ে এয়ার ইন্ডিয়ার বিমান নেপালে আসছিল। এই দুটি বিমান প্রায় একে অপরের সঙ্গে ধাক্কা খাওয়ার মতো জায়গায় চলে এসেছিল। নিরাউলা বলেন, এয়ার ইন্ডিয়ার বিমানটি ১৯ হাজার ফুট উচ্চতা থেকে নিচে নামছিল।
নেপালের বিমানটি ১৫ হাজার ফুট উচ্চতায় উড়ছিল। সেই সময় রাডারে দেখা যায়, দুটি বিমান একে অপরের কাছাকাছি চলে এসেছে। নেপাল এয়ারলাইন্সের বিমানটি ৭ হাজার ফুট উচ্চতায় নেমে যায়।
তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ঘটনার সময় কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা তিন কর্মকর্তাকে বরখাস্ত করেছে CAAN। আপাতত এই নিয়ে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি।
আরও পড়ুন- ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকে ধাক্কা গাড়ির, স্ত্রী-শাশুড়ি সহ মৃত সেনা অফিসার
প্রসঙ্গত. ১৫ জানুয়ারি নেপালের পোখরায় ইয়েতি এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনা হয়েছিল। তাতে ৭২ জনের মৃত্যু হয়। ১৫ জানুয়ারি সকাল সাড়ে দশটায় কাঠমান্ডু থেকে পোখরার দিকে উড়ে আসা ইয়েতি এয়ারলাইন্সের একটি ATR-72 বিমান নয়াগাঁওয়ে ভেঙে পড়ে। বিমানটিতে থাকা ৭২ জন প্রাণ হারান। ৬৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন।
