Temple in Uttarakhand: উত্তরাখণ্ডের এই কালী মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে নানা অলৌকিক ঘটনা, যা অবাক করবে আপনাকেও
- Published by:Sayani Rana
- local18
Last Updated:
কেদারঘাটির কালীমঠ মন্দির নিয়ে প্রচলিত আছে নানা অলৌকিক ঘটনা। পাশাপাশি এটি পর্যটন কেন্দ্র হিসেবেও বিখ্যাত।
রুদ্রপ্রয়াগ: কেদারঘাটির কালীমঠ মন্দির নিয়ে প্রচলিত আছে নানা অলৌকিক ঘটনা। পাশাপাশি এটি পর্যটন কেন্দ্র হিসেবেও বিখ্যাত। ঋষিকেশ রোডে, বদ্রীনাথ হাইওয়ে থেকে রুদ্রপ্রয়াগ হয়ে কেদারনাথ NH ১০৭ হয়ে গুপ্তকাশীতে পৌঁছানোর আগে, সিদ্ধপীঠ কালীমঠ মন্দিরের প্রধান ফটক যেখান থেকে কালীমঠ মন্দির মাত্র ৫ কিমি দূরে অবস্থিত। সিদ্ধপীঠ কালী মন্দিরটি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার কেদারঘাটিতে সরস্বতী নদীর তীরে অবস্থিত, যা ভারতের অন্যতম প্রধান শক্তিপীঠ গুলির মধ্যে অন্যতম।
মা কালীর এই মন্দিরের বর্ণনা স্কন্দপুরাণের কেদারনাথের ৬২তম অধ্যায়ে লেখা আছে। এখানে দেবী কালীর পাশাপাশি মহালক্ষ্মী, মহাসরস্বতী আছেন। মন্দিরের পুরোহিত রমেশ ভট্ট জানান যে কথিত আছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ প্রভৃতি ৮৮ হাজার ঋষি নাকি এখানে মহাকালি, মহালক্ষ্মী ও মহাসরস্বতীর পূজা করেছিলেন। এছাড়াও, তিনি বলেন যে এখানে ভগবতী মহাকালি, মহালক্ষ্মী, মহাসরস্বতী, সিদ্ধেশ্বর মহাদেব এবং ভৈরবনাথ আছেন।
advertisement
advertisement
অক্টোবর মাসের নবরাত্রির অষ্টমী তিথিতে মাঝরাতে রুখী গ্রামের চার পুরোহিতের দ্বারা যন্ত্রটি পরিষ্কার (পরিষ্কার) করা হয়। এবং তার পরে, মহালক্ষ্মীর সঙ্গে মহাকালীর পূজা হয়, এইদিন ভক্তদের প্রচুর ভিড় হয় এবং চারটি প্রহর (সকাল, দিন, সন্ধ্যা, রাত) দেবীকে পূজা করা হয়।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 26, 2023 6:40 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Temple in Uttarakhand: উত্তরাখণ্ডের এই কালী মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে নানা অলৌকিক ঘটনা, যা অবাক করবে আপনাকেও









