গত ৫ এপ্রিল হোটেলের পুলে সাঁতার কাটার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ সেখানে ৯ এপ্রিল পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন তিনি।
পুলিশের কাছে অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, তিনি আধোজ্ঞানশূন্য অবস্থায় যখন আইসিইউতে ভেন্টিলেটরে ছিলেন তখন তাঁর উপরে যৌন নির্যাতন চালায় হাসপাতালের কয়েকজন কর্মী। অভিযোগে ওই মহিলা লিখেছেন, ‘‘৬ এপ্রিল, আমি যখন ভেন্টিলেটরে ছিলাম যখন হাসপাতালের কয়েকজন পুরুষ কর্মী আমার উপরে যৌন নির্যাতন চালিয়েছিল৷’’
advertisement
আরও পড়ুন: আবারও ভূমিকম্প! এবারেও কেঁপে উঠল দিল্লি-এনসিআর, পড়শি দেশেই কেন্দ্র ভূকম্পের, মাত্রা ৫.৬
বাড়ি ফিরে, তিনি তাঁর স্বামীকে ঘটনাটি জানিয়েছিলেন এবং তারপর দম্পতি পুলিশে অভিযোগ দায়ের করেন। সাদার পুলিশ স্টেশনে অজ্ঞাত হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
গুরুগ্রাম পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন যে, নির্যাতিতার বিবৃতি ম্যাজিস্ট্রেটের সামনে রেকর্ড করা হয়েছে এবং বর্তমানে তদন্ত চলছে। অভিযুক্তদের শনাক্ত করতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে।
এফআইআরের মতে, বছর ৪৬-এর ওই মহিলা শারীরিকভাবে দুর্বল থাকায় কথা বলার বা পুরুষের অশ্লীল আচরণ প্রতিরোধ করার অবস্থায় ছিলেন না। “ঘরে দু’টি নার্স ছিল, কিন্তু তারা হস্তক্ষেপ করেনি,” এফআইআরে লিখেছেন ওই মহিলা।
পুলিশ মুখপাত্র আশ্বস্ত করেছেন যে অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে।