TRENDING:

Air Hostess Assaulted: বেডে শুয়ে থাকা বিমানসেবিকাকে পর পর যৌন নির্যাতন হাসপাতালের পুরুষ কর্মীদের...দাঁড়িয়ে দেখল ২ নার্স! বীভৎস ঘটনা

Last Updated:

বাড়ি ফিরে, তিনি তাঁর স্বামীকে ঘটনাটি জানিয়েছিলেন এবং তারপর দম্পতি পুলিশে অভিযোগ দায়ের করেন। সাদার পুলিশ স্টেশনে অজ্ঞাত হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: যাত্রী পরিষেবায় একচুলও খামতি রাখেন না তিনি৷ অথচ, সেই তিনিই যখন অসুস্থ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তখন তাঁকে হতে হল যৌন নির্যাতনের শিকার৷ এক বিমানসেবিকার সঙ্গে গুরুগ্রামে এমন লজ্জাজনক ঘটনা ঘটেছে, যা আক্ষরিক অর্থেই অশ্লীল এবং অমানবিক৷ বেসরকারি হাসপাতালে তিনি যখন ভেন্টিলেশনে, তখন তাঁর উপরে যৌন নির্যাতন চালিয়েছেন হাসপাতালেরই এক কর্মী৷
News18
News18
advertisement

গত ৫ এপ্রিল হোটেলের পুলে সাঁতার কাটার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ সেখানে ৯ এপ্রিল পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন তিনি।

পুলিশের কাছে অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, তিনি আধোজ্ঞানশূন্য অবস্থায় যখন আইসিইউতে ভেন্টিলেটরে ছিলেন তখন তাঁর উপরে যৌন নির্যাতন চালায় হাসপাতালের কয়েকজন কর্মী। অভিযোগে ওই মহিলা লিখেছেন, ‘‘৬ এপ্রিল, আমি যখন ভেন্টিলেটরে ছিলাম যখন হাসপাতালের কয়েকজন পুরুষ কর্মী আমার উপরে যৌন নির্যাতন চালিয়েছিল৷’’

advertisement

আরও পড়ুন: আবারও ভূমিকম্প! এবারেও কেঁপে উঠল দিল্লি-এনসিআর, পড়শি দেশেই কেন্দ্র ভূকম্পের, মাত্রা ৫.৬

বাড়ি ফিরে, তিনি তাঁর স্বামীকে ঘটনাটি জানিয়েছিলেন এবং তারপর দম্পতি পুলিশে অভিযোগ দায়ের করেন। সাদার পুলিশ স্টেশনে অজ্ঞাত হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

গুরুগ্রাম পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন যে, নির্যাতিতার বিবৃতি ম্যাজিস্ট্রেটের সামনে রেকর্ড করা হয়েছে এবং বর্তমানে তদন্ত চলছে। অভিযুক্তদের শনাক্ত করতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: এবার বন্দেভারতে বৈষ্ণোদেবী…কত রাখা হল ভাড়া? কোথা থেকেই বা মিলবে ট্রেন, মোদির হাতে শনিবারই উদ্বোধন

এফআইআরের মতে, বছর ৪৬-এর ওই মহিলা শারীরিকভাবে দুর্বল থাকায় কথা বলার বা পুরুষের অশ্লীল আচরণ প্রতিরোধ করার অবস্থায় ছিলেন না। “ঘরে দু’টি নার্স ছিল, কিন্তু তারা হস্তক্ষেপ করেনি,” এফআইআরে লিখেছেন ওই মহিলা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

পুলিশ মুখপাত্র আশ্বস্ত করেছেন যে অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে।

বাংলা খবর/ খবর/দেশ/
Air Hostess Assaulted: বেডে শুয়ে থাকা বিমানসেবিকাকে পর পর যৌন নির্যাতন হাসপাতালের পুরুষ কর্মীদের...দাঁড়িয়ে দেখল ২ নার্স! বীভৎস ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল