TRENDING:

Muskan Police Officer Viral Video: থানার বড়বাবুর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় মুসকান! ছড়িয়ে পড়ল ভিডিও, কী জানাল পুলিশ?

Last Updated:

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মেরঠের একটি থানার এক বড়বাবুর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে মুসকান৷ এই ভিডিও ভাইরাল হওয়ার পরই ব্রহ্মপুরী থানার এক পুলিশকর্মী অভিযোগ দায়ের করেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেরঠ: মেরঠে সৌরভ রাজপুত হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর মোড়৷ এবার থানার বড়বাবুর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় সৌরভের স্ত্রী মুসকানের একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে৷ যদিও এই ভিডিওটি এআই বা আর্টফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তৈরি করে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি পুলিশের৷ কারা এই ভিডিও তৈরি করে ছড়িয়ে দিল, তার খোঁজ শুরু করেছে পুলিশ৷ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷
ভাইরাল মুসকানকে নিয়ে তৈরি ভিডিও৷ প্রতীকী ছবি
ভাইরাল মুসকানকে নিয়ে তৈরি ভিডিও৷ প্রতীকী ছবি
advertisement

মেরঠের মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে নৃশংস ভাবে খুন করে এখন জেলবন্দি রয়েছে তাঁর স্ত্রী মুসকান রাস্তোগি এবং মুসকানের প্রেমিক সাহিল শুক্লা৷ মুসকান এবং সাহিলের এই কুকীর্তি নিয়ে দেশজুড়ে চর্চা শুরু হয়েছে৷ তার মধ্যেই ভাইরাল হয়েছে মুসকানকে নিয়ে তৈরি এই এআই ভিডিও৷

আরও পড়ুন: ‘অশান্তির ফাঁদে পা দেবেন না’! অভিষেককে পাশে নিয়ে রেড রোড থেকে বাম-বিজেপিকে নিশানা মমতার

advertisement

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মেরঠের একটি থানার এক বড়বাবুর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে মুসকান৷ এই ভিডিও ভাইরাল হওয়ার পরই ব্রহ্মপুরী থানার এক পুলিশকর্মী অভিযোগ দায়ের করেন৷ সেই অভিযোগে বলা হয়েছে, প্রিয়াংশু নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ওই ভিডিওটি আপলোড করা হয়েছে৷ পুলিশবাহিনীকে অসম্মান করতেই ওই এআই ভিডিও তৈরি করে ছড়ানো হয়েছে বলে অভিযোগ৷ মেরঠ শহরের এসপি আয়ুষ বিক্রম জানিয়েছেন, তথ্যপ্রযুক্তি আইনে ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহারকারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে৷ ওই পুলিশকর্তা জানিয়েছেন, যে বা যারা এই ভিডিও তৈরি করে ছড়িয়েছে, খুব শিগগিরই তাদের গ্রেফতার করা হবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মেরঠ কাণ্ড প্রকাশ্যে আসার পরই এই ধরনের বেশ কয়েকটি ভুয়ো ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়েছে৷ তার মধ্যে একটি ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে মুসকান এবং সাহিল মিলে সৌরভকে খুন করেছে৷ পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই সৌরভ রাজপুত হত্যাকাণ্ডে তদন্তের জাল অনেকটা গুটিয়ে এনেছে৷ ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট চলে এলে পুলিশের হাতে আরও জোরাল তথ্যপ্রমাণও চলে আসবে৷ যদিও মুসকান এবং সাহিলের আইনজীবীরা খুব শিগগিরই আদালতে জামিনের আর্জি জানাবেন৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Muskan Police Officer Viral Video: থানার বড়বাবুর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় মুসকান! ছড়িয়ে পড়ল ভিডিও, কী জানাল পুলিশ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল