Mamata Banerjee at Red Road: 'অশান্তির ফাঁদে পা দেবেন না'! অভিষেককে পাশে নিয়ে রেড রোড থেকে বাম-বিজেপিকে নিশানা মমতার

Last Updated:

মুখ্যমন্ত্রীর সুরেই বিরোধীদের নিশানা করেন অভিষেকও৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 'সম্প্রীতির বাংলায় যাঁরা আগুন নিয়ে খেলা করছে, তাঁদের ফাঁদে পা দেবেন না৷ বাংলা রুখে না দাঁড়ালে এরা এখানেও একনায়কতন্ত্র চালাত৷'

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রতীকী ছবি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রতীকী ছবি
কলকাতা: রেড রোডে ইদের নমাজ পাঠের অনুষ্ঠানে গিয়ে বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিরোধীরা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী৷ বিরোধীদের ফাঁদে পা না দেওয়ার আর্জি জানান তিনি৷
প্রতি বছরের মতো এবারও ইদের সকালে রেড রোডে হাজির হন মুখ্যমন্ত্রী৷ তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বাম- বিজেপিকে একসঙ্গে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি বিদেশ থেকে ফিরেছি৷ বাম এবং রাম বিভাজনের রাজনীতি চায়৷ আমি অশান্তি চাই না৷ কেউ কিছু বলতে এলে বলবেন দিদি আছে, অভিষেক আছে, সরকার আছে৷’
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘যারা উল্টোপাল্টা বলছে, বলতে দিন৷ কিন্তু তাতে কান দেবেন না৷ তাতে গুরুত্ব পেয়ে যাবে৷ লাল আর গেরুয়া এক হয়ে গিয়েছে৷ নিজেদের ইজ্জত রক্ষায় আমরা একাই একশো৷ আপনাদের সবকা সাথ, সবকা বিকাশের স্লোগান মিথ্যে৷ আমাকে যত পারুন গালাগালি দিন৷ আমার সঙ্গে আপনারা আছেন, আমি আর কিছু পরোয়া করি না৷ কোনও দাঙ্গা করতে দেবেন না৷ ওদের স্লোগান দাঙ্গা করো, আমাদের স্লোগান দাঙ্গা রোখো৷ ওদের ফাঁদে পা দেবেন না৷’
advertisement
মুখ্যমন্ত্রীর সুরেই বিরোধীদের নিশানা করেন অভিষেকও৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘সম্প্রীতির বাংলায় যাঁরা আগুন নিয়ে খেলা করছে, তাঁদের ফাঁদে পা দেবেন না৷ বাংলা রুখে না দাঁড়ালে এরা এখানেও একনায়কতন্ত্র চালাত৷’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee at Red Road: 'অশান্তির ফাঁদে পা দেবেন না'! অভিষেককে পাশে নিয়ে রেড রোড থেকে বাম-বিজেপিকে নিশানা মমতার
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement