Mamata Banerjee at Red Road: 'অশান্তির ফাঁদে পা দেবেন না'! অভিষেককে পাশে নিয়ে রেড রোড থেকে বাম-বিজেপিকে নিশানা মমতার

Last Updated:

মুখ্যমন্ত্রীর সুরেই বিরোধীদের নিশানা করেন অভিষেকও৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 'সম্প্রীতির বাংলায় যাঁরা আগুন নিয়ে খেলা করছে, তাঁদের ফাঁদে পা দেবেন না৷ বাংলা রুখে না দাঁড়ালে এরা এখানেও একনায়কতন্ত্র চালাত৷'

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রতীকী ছবি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রতীকী ছবি
কলকাতা: রেড রোডে ইদের নমাজ পাঠের অনুষ্ঠানে গিয়ে বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিরোধীরা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী৷ বিরোধীদের ফাঁদে পা না দেওয়ার আর্জি জানান তিনি৷
প্রতি বছরের মতো এবারও ইদের সকালে রেড রোডে হাজির হন মুখ্যমন্ত্রী৷ তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বাম- বিজেপিকে একসঙ্গে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি বিদেশ থেকে ফিরেছি৷ বাম এবং রাম বিভাজনের রাজনীতি চায়৷ আমি অশান্তি চাই না৷ কেউ কিছু বলতে এলে বলবেন দিদি আছে, অভিষেক আছে, সরকার আছে৷’
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘যারা উল্টোপাল্টা বলছে, বলতে দিন৷ কিন্তু তাতে কান দেবেন না৷ তাতে গুরুত্ব পেয়ে যাবে৷ লাল আর গেরুয়া এক হয়ে গিয়েছে৷ নিজেদের ইজ্জত রক্ষায় আমরা একাই একশো৷ আপনাদের সবকা সাথ, সবকা বিকাশের স্লোগান মিথ্যে৷ আমাকে যত পারুন গালাগালি দিন৷ আমার সঙ্গে আপনারা আছেন, আমি আর কিছু পরোয়া করি না৷ কোনও দাঙ্গা করতে দেবেন না৷ ওদের স্লোগান দাঙ্গা করো, আমাদের স্লোগান দাঙ্গা রোখো৷ ওদের ফাঁদে পা দেবেন না৷’
advertisement
মুখ্যমন্ত্রীর সুরেই বিরোধীদের নিশানা করেন অভিষেকও৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘সম্প্রীতির বাংলায় যাঁরা আগুন নিয়ে খেলা করছে, তাঁদের ফাঁদে পা দেবেন না৷ বাংলা রুখে না দাঁড়ালে এরা এখানেও একনায়কতন্ত্র চালাত৷’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee at Red Road: 'অশান্তির ফাঁদে পা দেবেন না'! অভিষেককে পাশে নিয়ে রেড রোড থেকে বাম-বিজেপিকে নিশানা মমতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement