পুলিশ জানিয়েছে, শনিবার রাতে তাজগঞ্জ থানায় একটি ফোন আসে। বলা হয় হোমস্টেতে মহিলাকে ধর্ষণ করা হয়েছে। তাকে মারধর করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। এদিকে ঘটনার পরে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্য়ে এক মহিলাও রয়েছেন।
আরও পড়ুন: ছট পুজো কবে? কোন দেবতা উপাস্য এই ব্রতয়, রীতি ও নির্ঘণ্ট জানুন
advertisement
পুলিশের দাবি, অভিযোগকারিণী ওই হোমস্টেতেই কাজ করতেন। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে মহিলাকে মারধর করা হচ্ছে। জোর করে ঘরে টেনে নিয়ে যাওয়া হয়েছে। গ্রেফতারির পরে ওই নির্যাতিতা মহিলার ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: অনিদ্রা থেকে বুকে বসা কফের কষ্ট, অনাদরের এই ফুল প্রাণে বাঁচাবে আপনাকে! জানুন
পুলিশ ধর্ষণ, মারধরের মামলা রুজু করেছে। গোটা ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। অ্য়াসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ অর্চনা সিং জানিয়েছেন, এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত চলছে। পুলিশের দাবি, ওই মহিলাকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করা হচ্ছিল। এরপর তার মাথায় বোতল ভাঙা হয়। পরে তিনি কোনওরকমে থানায় ফোন করে গোটা ঘটনার কথা জানান।