আরও পড়ুন- অগ্নিপথের বিক্ষোভে পুড়ে ছাই একাধিক ট্রেন, মোট কত টাকার ক্ষতি হল জানাল ভারতীয় রেল
অন্যদিকে, অগ্নিপথ বিক্ষোভের জেরে মালদহে বাতিল হয়েছে ট্রেন মালদহে। দিল্লি ও পাটনাগামী ট্রেন বাতিল করা হয়েছে। ৬ ঘণ্টা মালদা টাউন স্টেশনে আটকে থাকার পর দিল্লিগামী ব্রহ্মপুত্র মেলকে মালদা টাউন স্টেশন পর্যন্ত যাত্রাপথ সংক্ষিপ্ত করার ঘোষণা করা হয়, অর্থাৎ মালদহ থেকে আর দিল্লি অবধি যাবে না ব্রহ্মপুত্র মেল। মালদা টাউন স্টেশন থেকে রওনা হওয়া দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেস এবং পাটনা যাওয়ার পাটনা এক্সপ্রেস ট্রেন দু’টিও বাতিল ঘোষণা করা হয়েছে। পূর্ব মধ্য রেলের বিভিন্ন স্টেশনে চলা হামলার জেরে আসানসোল স্টেশনের উপর দিয়ে যাওয়া বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কোন কোন ট্রেন বাতিল হয়েছে জেনে নিন এখানে-
advertisement
- 13331 ধানবাদ-পাটনা ইন্টারসিটি এক্সপ্রেস।
- 12273 নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস।
- 18183 টাটা-দানাপুর এক্সপ্রেস।
- 13151 কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস।
- 13105/13106 শিয়ালদহ-বালিয়া/বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস।
- 15048 গোরখপুর-কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস।
- 13021 মিথিলা এক্সপ্রেস।
- 12023 হাওড়া- পাটনা জনশতাব্দী এক্সপ্রেস।
- 12327 উপাসনা এক্সপ্রেস।
- 15051 হাওড়া-গোরখপুর এক্সপ্রেস।
আরও পড়ুন- অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশজুড়ে বিক্ষোভ, বাতিল পরীক্ষা স্পেশ্যাল একাধিক ট্রেন!
কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্তও করা হয়েছে। যেমন,
- 03675 আসানসোল-ঝাঁঝা লোকাল জসিডিতে।
- 13553 আসানসোল-বারাণসী মেমু এক্সপ্রেস গোমোতে।
- 13503 বর্ধমান-হাতিয়া মেমু এক্সপ্রেস মুগমায়।
- 13546 গয়া-আসানসোল মেমু এক্সপ্রেস গোমোতে।