এদিন বিকাল সাড়ে ৫টার দিকে ওড়িশার এপিজে আব্দুল কালাম আইল্যান্ড থেকে সফল ভাবে উৎক্ষেপণ করা হয় এই ব্যালেস্টিক মিসাইলটি।
এই মিসাইলটি ডিআরডিও এবং ভারত ডায়নামিক্স লিমিটেড যৌথভাবে তৈরি করেছে। এর ওজন ৫০ হাজার কেজি। তথ্য অনুযায়ী, এর দৈর্ঘ্য ১৭.৫ মিটার দীর্ঘ এবং এর ব্যাস ২ মিটার।
১,৫০০ কেজি পারমাণবিক অস্ত্র বহন করতে পারে অগ্নি-৫ মিসাইল। এতে রকেট বুস্টার তিনটি ধাপে স্থাপন করা হয়েছে। এটি শব্দের গতির চেয়ে ২৪ গুণ বেশি দ্রুত। এটি এক সেকেন্ডে ৮.১৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে।
advertisement
প্রসঙ্গত, কয়েকদিন আগেই চিনের তাওয়াং সীমান্তে ভারত এবং চিনের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দু পক্ষের অনেকেই জখম হয়েছেন বলে খবর।
আরও পড়ুন, অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে কল্লোলিনীতে আজ চাঁদের হাট
তার পরেই সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। এর মধ্যেই ভারতের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন, বিজেপির সভায় পদপিষ্টের ঘটনা, দিলীপ বললেন, 'আরও প্রস্তুতির প্রয়োজন ছিল'
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এখনও এই মিসাইলের বিষয়ে খুব বিস্তারিত ভাবে কিছু বলা হয়নি। তবে এর উৎক্ষেপণ সম্পূর্ণ ভাবে সফল হয়েছে বলে খবর। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ৫ হাজার কিলোমিটার দূরে থাকা যে কোনও লক্ষ্যবস্তুতে ধ্বংস করতে পারবে অগ্নি-৫।