আরও পড়ুন- অগ্নিপথের জেরে বাতিল একাধিক ট্রেন! কোন কোন ট্রেনের যাত্রা রদ করা হল, রইল তালিকা
হিন্দিতে একটি ট্যুইটে প্রিয়াঙ্কা গান্ধি জানান, ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই বিজেপি সরকারকে নতুন সেনা নিয়োগ প্রকল্পের নিয়ম পরিবর্তন করতে হয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন, “এর মানে হল এই প্রকল্পটি তাড়াহুড়ো করে যুবকদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে।” “নরেন্দ্র মোদিজি, এই প্রকল্প অবিলম্বে প্রত্যাহার করুন। নিয়োগ করুন এবং বিমান বাহিনীতে স্থগিত নিয়োগের ফলাফল প্রকাশ করুন। আগের মতোই সেনাবাহিনীতে নিয়োগ (বয়সের ছাড় সহ) পরিচালনা করুন,” বলেন প্রিয়াঙ্কা গান্ধি।
advertisement
বৃহস্পতিবার বেশ কয়েকটি রাজ্য জুড়ে ‘অগ্নিপথ’ প্রকল্পের প্রতিবাদে ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া, জনসাধারণ ও পুলিশের গাড়িকে আক্রমণ করার ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি বিরোধী রাজনৈতিক দল এবং ব্যাপক সংখ্যক সামরিক বিশেষজ্ঞরাও এই প্রকল্পের সমালোচনা করে জানিয়েছেন, এটি সশস্ত্র বাহিনীর কার্যকারিতার উপর বিরূপ প্রভাব ফেলবে। সরকার অবশ্য এই প্রকল্পের সমর্থনে জানিয়েছে, এটি যুবকদের ভবিষ্যত সুরক্ষিত করবে এবং সশস্ত্র বাহিনীর যুবকদের ‘প্রোফাইল’ বজায় রাখতে সাহায্য করবে।
আরও পড়ুন- ভয়াবহ চিত্র: স্কুল বাসে আটক শিশুদের আতঙ্ক! অগ্নিপথ বিক্ষোভের জেরে উত্তাল দেশ!
মঙ্গলবার এই প্রকল্পের উদবোধন করে, সরকার জানায় যে সাড়ে ১৭ বছর থেকে ২১ বছর বয়সী যুবকদের চার বছরের মেয়াদে নিযুক্ত করা হবে এবং নিয়োগপ্রাপ্তদের মধ্যে ২৫ শতাংশকে নিয়মিত হিসেবে বহাল রাখা হবে। “গত দুই বছরে নিয়োগ করা সম্ভব হয়নি। এই সত্য সম্পর্কে সচেতন থেকেই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ২০২২ সালের প্রস্তাবিত নিয়োগের জন্য এককালীন ছাড় দেওয়া হবে,” এক বিবৃতিতে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। “সেই অনুযায়ীই, ২০২২ সালের অগ্নিপথ প্রকল্পের নিয়োগ প্রক্রিয়ায় বয়সের ঊর্ধ্ব সীমা ২৩ বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে,” বলা হয়েছে ওই বিবৃতিতে।