Pics of Agnipath Protests: ভয়াবহ চিত্র: স্কুল বাসে আটক শিশুদের আতঙ্ক! অগ্নিপথ বিক্ষোভের জেরে উত্তাল দেশ!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Kids Crying in Stuck School Bus Amid Agnipath Protest: সেকেন্দ্রাবাদ রেল স্টেশনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে।
অগ্নিগর্ভ দেশের একাধিক রাজ্য! শুক্রবার বেশ কয়েকটি রাজ্যে কেন্দ্রের অগ্নিপথ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভের জেরে উত্তাল পরিস্থিতি! সেকেন্দ্রাবাদ রেলস্টেশনে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করতে পুলিশ গুলি চালালে ট্রেনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা, রাস্তাও অবরোধ করা হয়। এই হিংসার জেরে একজনের মৃত্যুও হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভিপি মালিক জানিয়েছেন, এর জন্য দায়ী ‘গুণ্ডাদের নিয়োগে আগ্রহী নয়’ সেনা।
advertisement
সেকেন্দ্রাবাদ রেল স্টেশনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে। এর ফলে সশস্ত্র বাহিনীতে নিয়োগ সংক্রান্ত কেন্দ্রের ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ শুক্রবার দক্ষিণেও ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আরও আটজন আহত হয়েছে। দক্ষিণ মধ্য রেলের এক কর্মকর্তার মতে, আন্দোলনকারীরা তিনটি যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগিতে আগুন ধরিয়ে দেয় এবং এই ঘটনায় যাত্রীদের কেউ আহত হননি।
advertisement
শুক্রবার বিহারে হিংসা তীব্রতর হয়ে ওঠে! লক্ষ্মীসরাই ও সমস্তিপুর স্টেশন এবং রাজ্যের মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ প্রার্থীরা নতুন দিল্লি-ভাগলপুর বিক্রমশিলা এক্সপ্রেস এবং নয়া দিল্লি-দারভাঙ্গা বিহার সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের অন্তত ২০ টি বগিতে আগুন লাগিয়ে দেয়। বিক্ষোভকারীরা বক্সার, ভাগলপুর এবং সমস্তিপুরের বেশ কয়েকটি জায়গায় হাইওয়ে অবরোধ করে।
advertisement
advertisement
সশস্ত্র বাহিনীতে নিয়োগের জন্য অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে বিক্ষোভকারীরা বিহার সম্পর্ক ক্রান্তি ট্রেনের আটটি বগিতে আগুন ধরিয়ে দেয় সমস্তিপুর রেলস্টেশনে। পূর্ব মধ্য রেলের এক আধিকারিক জানান, অগ্নিসংযোগের কারণে প্রায় ২০ টি ট্রেন বাতিল করা হয়েছে, অন্য অনেকগুলি ট্রেনের গতিপথ সংক্ষিপ্ত করা হয়েছে বা বিকল্প রুটে চালানো হয়েছে। লক্ষ্মীসরাই স্টেশনে প্রচুর সংখ্যক বিক্ষোভকারী ট্রেন চলাচলে বাধা দিতে রেললাইনের উপর শুয়ে পড়েন। স্থানীয় পুলিশের সহায়তায় রেল পুলিশ তাদের ছত্রভঙ্গ করে।
advertisement
advertisement
চার বছরের জন্য সশস্ত্র বাহিনীতে নিয়োগ এবং তারপরে কোনও পেনশনের সুবিধা ছাড়াই কমপক্ষে ৭৫ শতাংশ কর্মীদের বাধ্যতামূলক অবসরের কথা বলায় অগ্নিপথ প্রকল্প অবিলম্বে বাতিলের দাবিতে বিক্ষুব্ধ প্রার্থীদের দল রাস্তায় নামে। বিহারের সাসারাম এবং ভুভুয়া স্টেশনে বিক্ষোভকারীরা পাথর ছুড়ে লাঠি ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। আতঙ্কিত যাত্রীরা রেলের আসনের নিচে আশ্রয় নেন।
advertisement
শুক্রবার সকালে মধ্যপ্রদেশের ইন্দোরে কেন্দ্রের অগ্নিপথ নিয়োগ প্রকল্প নিয়ে হিংসাত্মক বিক্ষোভের জেরে শত শত বিক্ষোভকারী রেল লাইনের উপর জড়ো হয়ে পাথর ছুড়তে থাকেন। কিছু ট্রেনকে থামাতে বা বাতিল করতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাসের শেলও নিক্ষেপ করেছে আধিকারিকরা। এই ঘটনায় দুই পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। প্রায় ১৫ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।