গোটা ঘটনার দায় বামেদের দিকেই ঠেলেছে বিজেপি। রাজ্যের বর্তমান ও সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী দু'জনেই পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নামেন। দু'জনেই দীর্ঘ পরিকল্পনার অভাব বামেদের সময়কেই তারা দায়ী করেছেন। যদিও গোটা ব্যর্থতার দায় এই বিজেপি সরকারের বলে একযোগে আক্রমণ শানিয়েছেন বাম, কংগ্রেস, তৃণমূল। বামেদের তরফে উল্লেখ করা হয়েছে সরকার ও পুরসভা দুই বিজেপির৷
advertisement
জমা জলের পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নামেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাণিক সাহা। তিনি একাধিক নির্দেশ দিয়েছেন দফতরের আধিকারিকদের। সেখানে উল্লেখ করা হয়েছে, দ্রুত বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা। মুখ্যমন্ত্রী মাণিক সাহা জানিয়েছেন, শহরের বিভিন্ন জায়গায় জল জমার পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনকে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছি।
১. বিভিন্ন জায়গায় পাম্পের সংখ্যা বৃদ্ধি করা ।
২. ইলেকট্রিক পাম্পের বিকল্প হিসেবে সব জায়গায় জেনারেটর সেট/ডিজেল পাম্প বসানো ।
৩. রঞ্জিত নগর এবং রামঠাকুর আশ্রমের পেছনে বাঁধ নির্মাণ করা । কাটা খালকে ড্রেজিং করে জল নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা ।
৪. ওভার ফ্লো থেকে রক্ষা পেতে হাওড়া নদী ড্রেজিং করা ৷ রাস্তায় জমা জলে নামতে দেখা গিয়েছে সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকেও ৷ এদিন জমা জলে নিরাপত্তা রক্ষী নিয়ে তার ছবি দেখে কটাক্ষ করছেন বিরোধীরা৷ যদিও বিপ্লব বাবু জানিয়েছেন, ‘‘প্রবল বৃষ্টির ফলে আগরতলা শহরে জল জমে যায়। এই পরিস্থিতিতে জমা জল দ্রুত নিষ্কাশন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। আশা করি অতি শীঘ্রই আগরতলাবাসী এই দুর্ভোগ থেকে মুক্তি পাবেন।’’