ঘটনাটি ঘটেছে টেকঅফের ঠিক আগের মুহূর্তে। পাইলটরা অবিলম্বে বিমানের ইঞ্জিন বন্ধ করে দেন। যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। টেকঅফের সময় রানওয়েতে গতি নেওয়ার ঠিক পর পরই পাইলট এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে ‘মেডে’ (Mayday) কল পাঠান।
ফ্লাইট ATR76-এর একটি ইঞ্জিনে আগুন ধরে যায় বলে খবর। আহমেদাবাদ বিমানবন্দর থেকে সকাল ১১টায় ডিউ-এর উদ্দেশে উড়ার কথা ছিল বিমানটির। ইন্ডিগোর এক মুখপাত্র জানান, পাইলটরা যখন এই টেকনিক্যাল সমস্যাটি বুঝতে পারেন, তখনই নিয়ম মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেন।
advertisement
আরও পড়ুন- স্কুল তো নয় যেন পুষ্টির খনি! হল মহাভোজ! নন্দকুমারের এই স্কুলের এখন প্রশংসায় পঞ্চমুখ সব্বাই
তিনি বলেন, “২৩ জুলাই ২০২৫-এ আহমেদাবাদ থেকে ডিউ যাওয়ার ফ্লাইট 6E 7966 টেকঅফের ঠিক আগে সমস্যা দেখা দেয়। পাইলট সংকেত পাঠান। পাইলটরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুসরণ করে কর্তৃপক্ষকে অবহিত করেন এবং বিমানটি আবার বে-তে ফিরিয়ে আনেন। বিমানটিকে প্রয়োজনীয় পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের পর আবার চালু করা হবে।”
যাত্রীদের প্রয়োজনীয় রিফ্রেশমেন্ট, পরবর্তী ফ্লাইটে চড়ার ব্যবস্থা এবং কারও টিকিট বাতিলের সম্পূর্ণ রিফান্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও দাবি করেছে সংস্থা।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানান, বিমানে কিছুটা ক্ষয়ক্ষতি হলেও সব যাত্রী ও ক্রু নিরাপদে ছিলেন। ২২ জুলাই হংকং থেকে দিল্লির উদ্দেশে ওড়া এয়ার ইন্ডিয়া-৩১৫ ফ্লাইট অবতরণ করে গেটের কাছে পার্ক করার কিছুক্ষণের মধ্যেই অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট (APU)-এ আগুন ধরে যায়। তাতেও আতঙ্ক ছড়িয়েছিল। সিস্টেমের নকশা অনুযায়ী APU (অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট) স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।