আরও পড়ুন- আকাশে ২৩,০০০ ফুট উচ্চতায় বিমানের জানলায় ফাটল! জরুরি অবতরণ স্পাইসজেট বিমানের
স্পাইসজেটে এই নিয়ে একদিনে ত্রুটি সম্পর্কিত তিনটি ঘটনা ঘটল। সবটা মিলে গত তিন সপ্তাহে আটটি ত্রুটির ঘটনা ঘটেছে এই বেসরকারি বিমান পরিষেবায়। যদিও কোনোটিতেই ক্রু বা যাত্রীদের কোনও ক্ষতি হয়নি।গতকালই অন্য একটি ঘটনায়, জ্বালানি সূচকে ত্রুটি দেখা দিলে দিল্লি থেকে দুবাইগামী একটি বিমানকে পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়। পাইলটরা সন্দেহ করেন জ্বালানি লিক হচ্ছে এবং নিরাপদে অবতরণ করার সিদ্ধান্ত নেন। প্রায় ১১ ঘণ্টার অপেক্ষার পর অবশেষে ১৩৮ জন যাত্রী ভারত থেকে পাঠানো একটি বিকল্প বিমানে যাত্রা করেন।
advertisement
আরও পড়ুন- অন্ধকারের অবসান! বিদ্যুতের আলো জ্বলল রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মুর গ্রামে!
অন্যদিকে, গতকালই মাঝ আকাশে স্পাইসজেট বিমানের জানলায় ফাটল দেখা দেয়! ভয়াবহ এই ঘটনা নজরে আসতেই স্পাইসজেটের কান্ডলা-মুম্বই বিমানের জরুরি অবতরণ ঘটানো হয় মহারাষ্ট্রের রাজধানী শহরে। মাঝ আকাশে থাকাকালীনই বিমানের বাইরের উইন্ডশিল্ডে ফাটল লক্ষ্য করা যায়। বিমানে থাকা সকল যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদেই ছিলেন
কান্ডলা-মুম্বই বিমানটি তখন আকাশে ২৩,০০০ ফুট উচ্চতায়। উইন্ডশিল্ডের বাইরের ফাটল দেখতে পাওয়া যায় সেই মুহূর্তে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের (ডিজিসিএ) আধিকারিকদের মতে, পাইলটরা তখনই মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করেন।