কাশ্মীর ইস্যুতে অব্যাহত পাকিস্তানের উস্কানি ৷ মোদি সরকার জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই উষ্মা প্রকাশ করছে পাকিস্তান ৷ বৃহস্পতিবার থেকে বন্ধ সমঝোতা এক্সপ্রেস ৷ তারপর এদিন এসে থর এক্সপ্রেস বন্ধ করার কথা ঘোষণা করেছে ৷ যদিও ভারতের তরফে বিবৃতি প্রকাশ থর এক্সপ্রেস যাত্রা অব্যাহত রাখার কথা ঘোষণা করেছে ৷
advertisement
গতকাল পাক সীমানায় থামানো হয় সমঝোতা এক্সপ্রেস ৷ সীমান্ত পেরিয়ে ট্রেন নিয়ে যেতে অস্বীকার করে পাক ট্রেন ড্রাইভার, গার্ড ও মোটরম্যান ৷ ১১০ জন যাত্রীকে ওই অবস্থায় ফেলে রেখে ট্রেন ছেড়ে চলে যায় তারা ৷ পরে ভারত থেকে চালক ও ইঞ্জিন পাঠানো হলে তারা যাত্রীদের উদ্ধার করে দেশের সীমানার ভিতরে নিয়ে আসে ৷ শুক্রবার সকালে ওল্ড দিল্লি স্টেশনে পৌঁছায় ওই সমঝোতা এক্সপ্রেস ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 09, 2019 4:49 PM IST