ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, ২০০৩-এর পর এই প্রথম সীমান্তে এত কড়া জবাব দিচ্ছে ভারত। পাক সেনা ঘাঁটি লক্ষ্য করে গোলাগুলি ছুঁড়তে মর্টার এবং আর্টিলারি বন্দুক ব্যবহার করা হচ্ছে । নীলম ভ্যালি, কেল এবং কেরানের মতো এলওসি-র বিভিন্ন সেক্টরে এখন জোর গোলাগুলি চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী ৷ সেখানেই বুধবার একটি প্যাসেঞ্জার বাসে ভারতীয় সেনার রকেটের আঘাতে মৃত্যু হয়েছে অন্তত ৯ পাকিস্তানি বাসিন্দার বলে একটি রিপোর্টে জানানো হয়েছে ৷ এই ঘটনায় আহতের সংখ্যাও ১১ ৷
advertisement
পাকিস্তানের সংবাদপত্র ডনকে নিলম ভ্যালির সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ জামিল মীর জানিয়েছেন, ‘‘ ভারতীয় সেনারা সীমান্তবর্তী শহর লাওয়াতে একটি প্যাসেঞ্জার বাস লক্ষ্য করে ছোট ও বড় গোলা ছোঁড়ে ৷ তাতে মৃত্যু হয় বাসের ৯ যাত্রীর এবং ১১ জন এই ঘটনায় জখম হয়েছেন ৷ ’’
ইসলামাবাদ থেকে ৯০ কিমি উত্তর-পশ্চিমে অবস্থিত লাওয়াত শহর ৷ সেখানে ভারতীয় সেনার ছোঁড়া গোলায় যে ন’জন পাক বাসিন্দার মৃত্যু হয়েছে তাতে চার জনের দেহ পৌঁছেছে আথমুকাম হাসপাতালে ৷ বাকি ৫ জনের দেহ এখনও ঘটনাস্থলেই রয়েছে এবং জখম ১১ জনের প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন এসপি মীর ৷ তিনি আরও জানান, আজ ভোর ৩টে থেকেই নীলম ভ্যালিতে ভারতীয় সেনার শেলিং শুরু হলেও সকালের দিকে তা আরও ভয়ঙ্কর আকার নেয় ৷