TRENDING:

Modi on Opposition: ত্রিদেশীয় সফর থেকে ফিরেই নতুন সংসদ ভবন উদ্বোধন বয়কট নিয়ে কটাক্ষ মোদির

Last Updated:

প্রধানমন্ত্রী জানান, অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টোনিও অ্যালবানিজের পাশাপাশি সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী-সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দলের সদস্যরাই জাতির ঐক্যের স্বার্থে উপস্থিত ছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ত্রিদেশীয় সফর শেষ করে দিল্লিতে ফিরে নতুন সংসদ ভবন উদ্বোধন বয়কট নিয়ে বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ভোরে পালাম বিমানবন্দরে মোদি পৌঁছানোর সময় হাজার হাজার বিজেপি সমর্থক উপস্থিত ছিলেন। তাঁকে স্বাগত জানান বিজেপি সভাপতি জেপি নাড্ডা।
প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী
advertisement

উপস্থিত দলীয় সমর্থকদের জমায়েতে প্রধানমন্ত্রী জানান, অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে ২০ হাজারের বেশি দর্শকদের জমায়েত হয়েছিল। আর সেখানে কেবলমাত্র অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টোনিও অ্যালবানিজই নন, সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দলের সদস্যরাই জাতির ঐক্যের স্বার্থে উপস্থিত ছিলেন। রাজনৈতিক মহলের বক্তব্য, প্রধানমন্ত্রী মোদীর এই মন্তব্যের মাধ্যমে বিরোধীদেরকেই স্পষ্ট বার্তা দিলেন।

advertisement

আরও পড়ুন  –  No Moral Policing said Karna CM: নীতি পুলিশগিরি মানব না, পুলিশ কর্তাদের বৈঠকে নির্দেশ সিদ্ধারামাইয়ার

মোদি এদিন বলেন, ”আমি গোটা বিশ্বের সামনে দেশকে গৌরবান্বিত করতে চাই। আর সেটা করি পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে। কারণ আপনারা আমাদের সরকারকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছেন। আমার কথা বলার সময় সকলেই আমার কথা যেমন বিশ্বাস করেন, একইসঙ্গে বিশ্বাস করেন ১৪০ কোটি ভারতবাসীকে, আমি যাদের প্রতিনিধি।”

advertisement

তাঁর বক্তব্যে এদিন কোভিড পরিস্থিতির প্রসঙ্গ উল্লেখ করেন প্রধানমন্ত্রী।  অতিমারির সময় দেশের বাইরে কোভিড টিকা রফতানির সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। তা নিয়েও সমালোচনা করে বিরোধী দলগুলি। দিল্লিতে এসে সেই প্রসঙ্গে মোদী বলেন, ‘‘কোভিডের টিকা রফতানির ব্যাপারেও আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন। কিন্তু মনে রাখবেন, এটা বুদ্ধের দেশ। এ দেশ গান্ধীর।  চরম বিরোধীদের  জন্যও আমরা চিন্তা করি।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সামনের লম্বা ছুটিতে ডুয়ার্স ঘুরতে যাওয়ার প্ল্যান! কোথায় পড়বে কত খরচ, জানুন
আরও দেখুন

বুধবার ১৯ দলের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠান বয়কটের কথা জানানো হয়। তাদের অভিযোগ, রাষ্ট্রপতিকে বাদ দিয়ে নতুন সংসদ ভবনের উদ্বোধন করে কেন্দ্র গণতান্ত্রিক রীতিনীতিকে অস্বীকার করছে। কেন সাভারকারের জন্মদিনেই এই নতুন ভবন উদ্বোধন করা হচ্ছে, তা নিয়েও সরব হয়েছে বিরোধীরা। বৃহস্পতিবার দেশে ফিরে সেই আক্রমণের জবাব দিলেন মোদি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Modi on Opposition: ত্রিদেশীয় সফর থেকে ফিরেই নতুন সংসদ ভবন উদ্বোধন বয়কট নিয়ে কটাক্ষ মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল