আরও পড়ুন- ঘুষ নেওয়ার অভিযোগ, বরখাস্ত পঞ্জাবের মন্ত্রী, মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার
পশুপালন বিভাগের সচিব ডঃ পি সেন্থিল কুমার সাধারণ জনগণকে শূকরের মাংস খাওয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছেন। পশুপালন বিভাগের সচিব আরও জানিয়েছেন, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি উত্তর সিকিম জেলার শূকর থেকে নেওয়া নমুনাগুলির প্রথম পরীক্ষায় Porcine Reproductive and Respiratory Syndrome (PRRS) ধরা পড়েছে।
advertisement
গত ২৯ ফেব্রুয়ারি আফ্রিকান সোয়াইন ফিভারের প্রথম সংক্রমণ শনাক্ত করা হয়েছিল। তিনি আরও জানান, এই ভাইরাসের কারণে শূকর মারা যাওয়ার সম্ভাবনা ছিল ২০ শতাংশ কিন্তু সিকিমে বর্তমানে ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়া শূকরের মৃত্যুর হার ১ শতাংশে দাঁড়িয়েছে।
আরও পড়ুন- সত্যিই ডিম নাকি ধবধবে কাজুবাদাম? বিচিত্র ডিম পেড়ে এখন 'সেলিব্রিটি' কালো মুরগি!
পশুপালন বিভাগের সচিব আরও জানিয়েছেন, রাজ্য সরকার ভাইরাসের বিস্তার মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে এবং রাজ্য জুড়ে এই বিষয়ে সচেতনতামূলক কর্মসূচিও পরিচালিত হচ্ছে।