আরও পড়ুন: ৬০০০ টাকায় রাশিয়ান, ২০০০-এ ইন্ডিয়ান, হোয়াটসঅ্যাপে আসত ছবি! খোঁজ নিতেই যা পেল পুলিশ…
সমাজমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জানা গিয়েছে, এই সপ্তাহেই লন্ডনগামী একটি বিমানে ডিউটি পড়েছিল ওই বিমান সেবিকার। তারপরে সেখান থেকে মুম্বইতে ফিরে দুজনেই নিজের বাড়িতে চলে যান। মীরা রোডে ওই পাইলট এবং বিমান সেবিকা থাকতেন।
advertisement
বিমান সেবিকার অভিযোগ, ওই সময়ে বিমানের পাইলট বিমান সেবিকাকে নিজের বাড়িতে ডাকেন, পরে তিনি বিমান সেবিকার বাড়িতে আসবেন বলেও আশ্বাস দেন। বিমানসেবিকার অভিযোগ সেখানে গেলে ওই বিমান সেবিকাকে ধর্ষণ করেন পাইলট।
আরও পড়ুন: নাগেরবাজারে আলমারির মধ্যে মানুষের হাত! নাড়াচাড়া করতেই যা বেরোল… চক্ষু চড়কগাছ সকলের
বিমান সেবিকা ঘটনার পরেই নবঘর থানায় অভিযোগ দায়ের করেন, পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কেন ওই তরুণী সেখানে গিয়েছিলেন, কী কী ঘটেছিল, সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। তবে বিমান সেবিকাক ধর্ষণের ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়, পাশাপাশি নারী নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।