TRENDING:

MHA Advisory: হনুমান জয়ন্তীর আগে বিশেষ নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

Last Updated:

MHA Advisory: বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে হনুমান জয়ন্তী পালনের অনুষ্ঠান। দেশের বিভিন্ন অংশে ফের অশান্তি বন্ধ করতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এই নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রের তরফে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শান্তিপূর্ণভাবে হনুমান জয়ন্তী পালনের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল কেন্দ্র। আগামিকাল, বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে হনুমান জয়ন্তী পালনের অনুষ্ঠান হওয়ার কথা।  দেশের বিভিন্ন অংশে যাতে ফের অশান্তির আঁচ না ছড়িয়ে পড়ে তার জন্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আগাম বার্তা দিয়ে এই নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।
advertisement

কেন্দ্রের ওই নির্দেশিকা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রকের পক্ষ থেকে ট্যুইট করা হয়েছে। ওই ট্যুইটে জানানো রয়েছে ,‘স্বরাষ্ট্রমন্ত্রক সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে হনুমান জয়ন্তীর প্রস্তুতি নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করছে। সরকারগুলিকে বলা হচ্ছে, যাতে আইনশৃঙ্খলা বজায় রেখে, উৎসবকে শান্তিপূর্ণভাবে পালন করা হয়। সেই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে বিশেষ নজরদারি দেওয়া ব্যাপারে প্রশাসনকে পরামর্শ দেওয়া হচ্ছে,যা  শান্তি বিঘ্নিত করতে পারে।

advertisement

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন রাজ্যে উত্তেজনার প্রেক্ষিতে, হনুমান জয়ন্তীর ঠিক আগে বুধবার ওই বিশেষ পদক্ষেপ করল কেন্দ্র। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আইন ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 'পাল্কি অ্যাম্বুল্যান্স' থেকে ‘আনন্দপাঠ’! মানুষের সেবায় নিয়োজিত সরকারি কর্মীদের ২০টি প্রকল্পকে বিশেষ স্বীকৃতি দিল নবান্ন

advertisement

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে 'বাহিনী' কাঁটা? ১ লক্ষ ৮০ হাজার পুলিশ মিলবে কী করে? চিন্তায় নির্বাচন কমিশন

হনুমান জয়ন্তীর সময় শান্তি বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীর সহায়তা নিতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে। নবান্ন জানিয়েছে, সব মিলিয়ে হনুমান জয়ন্তীতে মিছিল করার অনুমতি চেয়ে কয়েক হাজার আবেদন জমা পড়েছে। সেই মিছিলগুলিতে আধাসমরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

একইসঙ্গে রাজ্যকে দেওয়া নির্দেশে স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করতে বলেছে আদালত। বুধবার থেকেই সেই এলাকাগুলিতে পুলিশ যাতে রুট মার্চ করে, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের পক্ষ থেকে ইতিমধ্যে পুলিশ বাহিনীকে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য টহলদারির সময় বডি ক্যামেরা ব্যবহার করার নির্দেশও দেওয়া হয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
MHA Advisory: হনুমান জয়ন্তীর আগে বিশেষ নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল