সম্প্রতি স্বামী কুনাল ভার্মার জন্মদিনে পুরো অ্যাটেনশন কেড়ে নিয়েছিলেন পূজা৷ এবার নতুন ভিডিওতে ভক্তদের পাগল করে নিলেন নায়িকা৷ ঝিরঝিরে বৃষ্টির মধ্যে স্বামীর সঙ্গে রোম্যান্সে মত্ত টলি নায়িকা৷ স্ত্রীর হাতে চুমু খেয়ে সটান পুলের ধারে টেনে নিয়ে রোম্যান্টিক মুডে ধরা দিলেন তারকা জুটি৷ ভিডিও পোস্ট করতেই নিমেষে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
আরও পড়ুন- সর্বনাশ! বাঘছাল প্রিন্টেড হট বিকিনি সেট নিমেষে হল গায়েব, কে নিল দিশার অন্তর্বাস? তুমুল শোরগোল
আরও পড়ুন-‘আমি পুরোপুরি নির্দোষ’! কাঠগড়ায় দাঁড়িয়ে দাবি আমিশার,পরের ঘটনা আরও মারাত্মক…
ডিপ নেক বডি হাগিং গাউনে বোল্ড লুকে স্বামী কুনালের সঙ্গে ধরা দিয়েছেন পূজা৷ অভিনেত্রীর সৌন্দর্য মুগ্ধ হয়েছেন ভক্তরা৷ কখনও পুলের ধারে, আবার কখন খাওয়ার টেবিলে তারকা জুটির গদগদ প্রেম দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা৷ পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা সর্বদাই রয়েছেন শিরোনামে। প্রতিবারের মতো এবারো বোল্ডনেসে নেশা ধরালেন বঙ্গতনয়া৷