নিঃসঙ্গ শঙ্করের জন্য সোচ্চার ১৬ বছর বয়সি নিকিতা ধওয়ান৷ ষোড়শী এই পশুপ্রেমী দিল্লির চিড়িয়াখানায় গিয়েছিলেন সেপ্টেম্বরে৷ শঙ্করকে দেখে তিনি আশাহত৷ সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‘শঙ্করের অবস্থা করুণ’’৷ পশুকল্যাণে স্বেচ্ছাসেবী সংস্থা চালানো নিকিতার মনে করেন দীর্ঘ দিন একা থাকার ফলে শঙ্করের অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে৷ তিনি আবেদন করেছেন, চিড়িয়াখানা থেকে শঙ্করকে যেন আফ্রিকান হাতিদের পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়৷
advertisement
আরও পড়ুন: ব্রিটেনের রানি নবতিপর দ্বিতীয় এলিজাবেথের হাত ধরে আত্মপ্রকাশ রাজকীয় টোম্যাটো কেচাপের
চিড়িয়াখানার প্রাক্তন ডিরেক্টর রমেশ পাণ্ডে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এশীয় হাতিদের সঙ্গে শঙ্কর কোনওভাবেই মেশেনি৷ সে নিজে একবগ্গা থেকেছে৷ অন্যদিকে হস্তী বিশারদদের মতে, ঘেরাটোপে দীর্ঘ দিন থাকার ফলে হাতিদের স্নায়ুতন্ত্রে বিশেষ প্রভাব পড়ে৷
আরও পড়ুন: ছোট থেকে এভাবেই আপনার শিশুকে শেখান সুস্পর্শ ও কুস্পর্শের পার্থক্য
আরও পড়ুন: নামেই সুবাসিত! ‘ল্যাভেন্ডার ম্যারেজ’ ঠিক কী ধরনের বিয়ে?
ইতিমধ্যেই শঙ্করের জন্য স্বাক্ষর সংগ্রহ অভিযানে সামিল হয়েছেন নিকিতা ধওয়ন৷ ১ লক্ষ ২৫ হাজারের বেশি স্বাক্ষর সংগৃহীত হয়েছে৷ ভারতের চিড়িয়াখানায় দু’টি আফ্রিকান হাতি আছে৷ দিল্লি ছাড়া অন্য আফ্রিকান পুরুষ হাতিটি আছে কর্নাটকের মহীশূর চিড়িয়াখানায়৷