TRENDING:

African elephant Shankar : সঙ্গিনীকে হারিয়ে দীর্ঘ দিন নিঃসঙ্গ, শঙ্করকে জন্মভূমিতে ফেরত পাঠাতে সরব পশুপ্রেমীরা

Last Updated:

পুরুষ হাতিটির নাম ‘শঙ্কর’ (African elephant Shankar ) রাখা হয়েছিল শঙ্করদয়াল শর্মার নামের অনুসরণে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : প্রায় সিকি দশক আগে তৎকালীন জিম্বাবোয়ে সরকার তৎকালীন ভারতীয় রাষ্ট্রপতি শঙ্করদয়াল শর্মাকে বিশেষ উপহার পাঠিয়েছিলেন৷ উপহার ছিল এক জোড়া নবীন হাতি৷ আফ্রিকার অরণ্য থেকে বিশেষ বিমানে তাদের দিল্লিতে পাঠানো হয়েছিল৷ রাখা হয়েছিল শহরের চিড়িয়াখানায়৷ পুরুষ হাতিটির নাম ‘শঙ্কর’ (African elephant Shankar ) রাখা হয়েছিল শঙ্করদয়াল শর্মার নামের অনুসরণে৷ মাদী হাতির নাম রাখা হয়েছিল ‘বোম্বাই’৷ ভারতে আসার কিছু বছর পরই মারা যায় বোম্বাই৷ শঙ্কর এখনও বন্দি দিল্লির চিড়িয়াখানায়, একাকী৷
advertisement

নিঃসঙ্গ শঙ্করের জন্য সোচ্চার ১৬ বছর বয়সি নিকিতা ধওয়ান৷ ষোড়শী এই পশুপ্রেমী দিল্লির চিড়িয়াখানায় গিয়েছিলেন সেপ্টেম্বরে৷ শঙ্করকে দেখে তিনি আশাহত৷ সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‘শঙ্করের অবস্থা করুণ’’৷ পশুকল্যাণে স্বেচ্ছাসেবী সংস্থা চালানো নিকিতার মনে করেন দীর্ঘ দিন একা থাকার ফলে শঙ্করের অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে৷ তিনি আবেদন করেছেন, চিড়িয়াখানা থেকে শঙ্করকে যেন আফ্রিকান হাতিদের পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়৷

advertisement

আরও পড়ুন: ব্রিটেনের রানি নবতিপর দ্বিতীয় এলিজাবেথের হাত ধরে আত্মপ্রকাশ রাজকীয় টোম্যাটো কেচাপের

advertisement

চিড়িয়াখানার প্রাক্তন ডিরেক্টর রমেশ পাণ্ডে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এশীয় হাতিদের সঙ্গে শঙ্কর কোনওভাবেই মেশেনি৷ সে নিজে একবগ্গা থেকেছে৷ অন্যদিকে হস্তী বিশারদদের মতে, ঘেরাটোপে দীর্ঘ দিন থাকার ফলে হাতিদের স্নায়ুতন্ত্রে বিশেষ প্রভাব পড়ে৷

আরও পড়ুন: ছোট থেকে এভাবেই আপনার শিশুকে শেখান সুস্পর্শ ও কুস্পর্শের পার্থক্য

আরও পড়ুন: নামেই সুবাসিত! ‘ল্যাভেন্ডার ম্যারেজ’ ঠিক কী ধরনের বিয়ে?

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ইতিমধ্যেই শঙ্করের জন্য স্বাক্ষর সংগ্রহ অভিযানে সামিল হয়েছেন নিকিতা ধওয়ন৷ ১ লক্ষ ২৫ হাজারের বেশি স্বাক্ষর সংগৃহীত হয়েছে৷ ভারতের চিড়িয়াখানায় দু’টি আফ্রিকান হাতি আছে৷ দিল্লি ছাড়া অন্য আফ্রিকান পুরুষ হাতিটি আছে কর্নাটকের মহীশূর চিড়িয়াখানায়৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
African elephant Shankar : সঙ্গিনীকে হারিয়ে দীর্ঘ দিন নিঃসঙ্গ, শঙ্করকে জন্মভূমিতে ফেরত পাঠাতে সরব পশুপ্রেমীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল