আরও পড়ুন- "যারা অটোরিকশা চালাত তাঁদের আমরা বিধায়ক বানিয়েছি": শিন্ডেকে আক্রমণ উদ্ধবের
কিছু পরিচিত মুখকেও ফের আঘাত করেছে এই নতুন সংক্রমণ। বুধবার মহারাষ্ট্রের নেতা অজিত পাওয়ার এবং ছগান ভুজবল করোনা আক্রান্ত হন। শিরোমনি আকালি দলের (অমৃতসর) প্রধান সিমরনজিৎ সিং মানও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৭৭ বছর বয়সী সিমরনজিৎ সিং মানকে চিকিৎসার জন্য পাতিয়ালার সরকারি রাজীন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সেরে উঠেছেন ১৩,৮২৭ জন। ভারতে কোভিড-১৯ থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৪,২৮,২২,৪৯৩। আরোগ্যের হার ৯৮.৫৫%। ভারতের সক্রিয় সংক্রমণের সংখ্যা বর্তমানে ১,০৪,৫৫৫ এ দাঁড়িয়েছে। দৈনিক পজিটিভিটির হার ৪.১৬%। সাপ্তাহিক পজিটিভিটির হার ৩.৭২%। এ পর্যন্ত মোট ৮৬.২৩ কোটি কোভিড পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪,৫২,৪৩০ টি কোভিড পরীক্ষা করা হয়েছে। দেশব্যাপী টিকাকরণ অভিযানের অধীনে এ পর্যন্ত ১৯৭.৬১ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- কুরুক্ষেত্রে কৃষ্ণের ৪০ ফুটের বিশ্বরূপ মূর্তি উন্মোচন RSS প্রধান মোহন ভাগবতের!
ভারতের কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ২০২০ সালের ৭ অগাস্ট ২০ লাখ, ২৩ অগাস্ট ৩০ লাখ, ৫ সেপ্টেম্বর ৪০ লাখ এবং ১৬ সেপ্টেম্বর ৫০ লাখ ছাড়িয়ে যায়। ২৮ সেপ্টেম্বর ৬০ লাখ, ১১ অক্টোবর ৭০ লাখ, ২৯ অক্টোবর ৮০ লাখ, ২০ নভেম্বর ৯০ লক্ষ এবং ১৯ ডিসেম্বর এক কোটি সংক্রমণের সীমা অতিক্রম করে দেশ।