TRENDING:

ভয়াবহ দুর্ঘটনা! বাসকে সজোরে ধাক্কা টেম্পোর, নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের পিষে দিল ঘাতক বাস, র*ক্তে ভাসল এলাকা

Last Updated:

Road Accident: ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের সেই সঙ্গে আহত হলেন আরও চারজন। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। একটি মেটেশ্বরী ভেজা-লিজ বাস একটি টেম্পো ট্রাভেলার সাথে সংঘর্ষ হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের সেই সঙ্গে আহত হলেন আরও চারজন। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। একটি মেটেশ্বরী ভেজা-লিজ বাস একটি টেম্পো ট্রাভেলার সাথে সংঘর্ষ হয়। সরকারি রেকর্ড অনুযায়ী, দুর্ঘটনাটি রবিবার রাতে ঘটেছিল। চারজন আহত হয়েছেন।
পথের বলি সিভিক
পথের বলি সিভিক
advertisement

আরও পড়ুন: ডাক্তারি পড়ুয়াকে মাদক খাইয়ে জোর করে স*ঙ্গমের অভিযোগ, ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে নিয়মিত করা হত নি*র্যাতন

দুর্ঘটনাটি ঘটে রাত ১১:৩০ নাগাদ, সেই সময় প্রাতীক্ষা নগর ডিপো থেকে ওরলি ডিপোতে ফিরছিল। এটি প্লাজা বাস স্টপে পৌঁছানোর সময়, একটি টেম্পো ট্রাভেলার দাদার টিটি থেকে শিবাজি পার্কের দিকে আসছিল, সেই সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ডান দিকের চাকায় ধাক্কা মারে টেম্পোটি।

advertisement

সেই সময়ে বাসটি বাঁ দিকে কাত হয়ে যায় এবং স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা পথচারী এবং যাত্রীদের আঘাত করে। এই ঘটনায় শাহাবুদ্দিন (৩৭) নামে একজন ঘটনাস্থলেই মারা যান। অন্য চারজন, রাহুল অশোক পাডালে (৩০), রোহিত অশোক পাডালে (৩৩), অক্ষয় অশোক পাডালে (২৫), এবং বিদ্যা রাহুল মোতে (২৮) আহত হন।

আরও পড়ুন: বন্ধুর ডাকে পার্টিতে এলেন শিক্ষিকা, একসঙ্গে চার জিম ট্রেনার মিলে জোর করে সঙ্গম করল যুবতীর সঙ্গে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দক্ষিণাকালীর আর্বিভাব দিবসে দোহালিয়া কালীবাড়িতে বিশেষ আয়োজন! উপচে পড়ছে ভক্তদের ভিড়
আরও দেখুন

বাসের কন্ডাক্টর এবং ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরা আহতদের সিয়ন হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা শাহাবুদ্দিনকে মৃত ঘোষণা করেন, অন্যদের চিকিৎসা চলছে। টেম্পো ট্রাভেলারটি একটি ট্যাক্সি এবং একটি পর্যটক গাড়ির সাথে সংঘর্ষ করে, উভয় গাড়ির ক্ষতি হয়। বাসটির সামনের টায়ার ফেটে যায় এবং উইন্ডস্ক্রিন ভেঙে যায়। শিবাজি পার্ক পুলিশ স্টেশন মামলাটি তদন্ত করছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ভয়াবহ দুর্ঘটনা! বাসকে সজোরে ধাক্কা টেম্পোর, নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের পিষে দিল ঘাতক বাস, র*ক্তে ভাসল এলাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল