আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই দুর্ঘটনার ভিডিও।
কৈথালের চিকা গ্রেন মার্কেটে ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ২ জন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। এমনটাই জানানো হয়েছে পুলিশের তরফে। অভিযোগ, বেপরোয়া ওই গাড়ির চালক গাড়ি চালাতে শিখছিলেন। আর সেই সময়ই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন তিনি।
advertisement
ভাইরাল ভিডিও-য় দেখা যাচ্ছে, রাস্তার ধারে দোকানের বাইরে চেয়ার পেতে বসে রয়েছেন ৫ জন ব্যবসায়ী। এদিকে গাড়ি চালানো শিখছিলেন এক ব্যক্তি। তিনি গাড়ি চালাচ্ছিলেন রাস্তার অন্য পাশে। কিন্তু আচমকাই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে তিনি দিক পরিবর্তন করে ছুটে যায় রাস্তার ধারে বসে থাকা ব্যবসায়ীদের দিকে। ওই ব্যবসায়ীরা বিপদ আঁচ করলেও সরে দাঁড়ানোর সময়টুকু পর্যন্ত পাননি। নিয়ন্ত্রণ হারানো গাড়িটি সজোরে ধাক্কা মারে পাঁচ জনকেই। ছিটকে যান তাঁরা। ছড়িয়েছিটিয়ে পড়ে ভেঙে যায় চেয়ারগুলিও। ওই ব্যবসায়ীদের মধ্যে ৩ জন অবশ্য ঘটনার অভিঘাত সহ্য করেও উঠে দাঁড়ান। কিন্তু বাকি ২ জনকে অনেকটা দূরে টেনে নিয়ে যায় বেপরোয়া গাড়িটি।
সঙ্গে সঙ্গে অভিযুক্ত গাড়িটিকে পাকড়াও করার জন্য ঘটনাস্থলে ছুটে আসেন আশপাশের মানুষ। সেই সঙ্গে গাড়ির ধাক্কায় গুরুতর ভাবে জখম ২ জন ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অবস্থা বেশ সঙ্কটজনক। এই দুর্ঘটনার প্রসঙ্গে কিছু প্রত্যক্ষদর্শী বলেন যে, যিনি গাড়িটি চালাচ্ছিলেন, তিনি শস্যের বাজারেই গাড়ি চালানো শিখছিলেন এবং সেখানেই তা অভ্যাস করছিলেন।
পরে অবশ্য জানা গিয়েছে যে, গাড়ির চালক ভুল করে গাড়ির ব্রেকের পরিবর্তে অ্যাকসিলারেটরে চাপ দিয়ে ফেলেছিলেন। যার জেরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে অন্য দিকে ছুটে যায়। আর ধাক্কা মেরেছে ওই ৫ জন ব্যবসায়ীকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশেও। এরপর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রমাণ হিসেবে তা দাখিল করা হয়েছে। গাড়ির অভিযুক্ত চালকের বিরুদ্ধে কী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।