TRENDING:

Shocking CCTV Footage: ভরা বাজারে গাড়ি চালানো শিখছিলেন, নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে মারাত্মক ধাক্কা, তারপর, চোখকে বিশ্বাস করা যায় না

Last Updated:

Accident: ভরা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে ৫ জনকে সজোরে ধাক্কা বেপরোয়া গাড়ির; চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠছেন সকলেই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাস্তার ধারে চেয়ার নিয়ে বসে দুপুরে আড্ডা দিচ্ছিলেন ৫ জন। আচমকাই রাস্তার অন্য দিক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া ভাবে ছুটে আসে অন্য একটি গাড়ি। কোনও কিছু বুঝে ওঠার আগেই গাড়ির সজোর ধাক্কায় ছিটকে গেলেন তাঁরা। ভয়ঙ্কর এই দৃশ্য দেখে অনেকেই শিউরে উঠেছেন। হরিয়ানার কৈথালে গত ৪ জানুয়ারি দুপুর ২টো ৫০ মিনিট নাগাদ ঘটেছে এই ভয়াবহ ঘটনাটি। যা ধরা পড়েছে নিকটবর্তী সিসিটিভি ক্যামেরায়।
ভরা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে ৫ জনকে সজোরে ধাক্কা বেপরোয়া গাড়ির
ভরা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে ৫ জনকে সজোরে ধাক্কা বেপরোয়া গাড়ির
advertisement

আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই দুর্ঘটনার ভিডিও।

কৈথালের চিকা গ্রেন মার্কেটে ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ২ জন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। এমনটাই জানানো হয়েছে পুলিশের তরফে। অভিযোগ, বেপরোয়া ওই গাড়ির চালক গাড়ি চালাতে শিখছিলেন। আর সেই সময়ই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন তিনি।

advertisement

আরও পড়ুন – Yuzvendra Chahal Gossip: ধনশ্রীর মতি চঞ্চল ভাবছিলেন! মন ঘুরে গেছে যুজবেন্দ্রেরই, নতুন মেয়ে নিয়ে হোটেলে চাহাল

ভাইরাল ভিডিও-য় দেখা যাচ্ছে, রাস্তার ধারে দোকানের বাইরে চেয়ার পেতে বসে রয়েছেন ৫ জন ব্যবসায়ী। এদিকে গাড়ি চালানো শিখছিলেন এক ব্যক্তি। তিনি গাড়ি চালাচ্ছিলেন রাস্তার অন্য পাশে। কিন্তু আচমকাই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে তিনি দিক পরিবর্তন করে ছুটে যায় রাস্তার ধারে বসে থাকা ব্যবসায়ীদের দিকে। ওই ব্যবসায়ীরা বিপদ আঁচ করলেও সরে দাঁড়ানোর সময়টুকু পর্যন্ত পাননি। নিয়ন্ত্রণ হারানো গাড়িটি সজোরে ধাক্কা মারে পাঁচ জনকেই। ছিটকে যান তাঁরা। ছড়িয়েছিটিয়ে পড়ে ভেঙে যায় চেয়ারগুলিও। ওই ব্যবসায়ীদের মধ্যে ৩ জন অবশ্য ঘটনার অভিঘাত সহ্য করেও উঠে দাঁড়ান। কিন্তু বাকি ২ জনকে অনেকটা দূরে টেনে নিয়ে যায় বেপরোয়া গাড়িটি।

advertisement

সঙ্গে সঙ্গে অভিযুক্ত গাড়িটিকে পাকড়াও করার জন্য ঘটনাস্থলে ছুটে আসেন আশপাশের মানুষ। সেই সঙ্গে গাড়ির ধাক্কায় গুরুতর ভাবে জখম ২ জন ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অবস্থা বেশ সঙ্কটজনক। এই দুর্ঘটনার প্রসঙ্গে কিছু প্রত্যক্ষদর্শী বলেন যে, যিনি গাড়িটি চালাচ্ছিলেন, তিনি শস্যের বাজারেই গাড়ি চালানো শিখছিলেন এবং সেখানেই তা অভ্যাস করছিলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পরে অবশ্য জানা গিয়েছে যে, গাড়ির চালক ভুল করে গাড়ির ব্রেকের পরিবর্তে অ্যাকসিলারেটরে চাপ দিয়ে ফেলেছিলেন। যার জেরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে অন্য দিকে ছুটে যায়। আর ধাক্কা মেরেছে ওই ৫ জন ব্যবসায়ীকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশেও। এরপর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রমাণ হিসেবে তা দাখিল করা হয়েছে। গাড়ির অভিযুক্ত চালকের বিরুদ্ধে কী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Shocking CCTV Footage: ভরা বাজারে গাড়ি চালানো শিখছিলেন, নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে মারাত্মক ধাক্কা, তারপর, চোখকে বিশ্বাস করা যায় না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল