Yuzvendra Chahal Gossip: ধনশ্রীর মতি চঞ্চল ভাবছিলেন! মন ঘুরে গেছে যুজবেন্দ্রেরই, নতুন মেয়ে নিয়ে হোটেলে চাহাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Yuzvendra Chahal Gossip: কার মন উঠল কার থেকে, বউ সব ফটো ডিলিট করে দিল, অন্যদিকে বর কাকে নিয়ে ঘুরছেন...
আগে স্ত্রী ধনশ্রী ভর্মার সঙ্গে শ্রেয়স আইয়ারের মাখামাখি সম্পর্ক নিয়ে গসিপ হচ্ছিল৷ কিন্তু তার বছর দুই পরে যখন যুজবেন্দ্রর সঙ্গে ধনশ্রীর ডিভোর্স নিয়ে চরম জল্পনা৷ স্ত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের গুজবের মধ্যে, ক্রিকেটার যুজবেন্দ্র চাহালকে সম্প্রতি মুম্বইতে এক রহস্যময়ীর সঙ্গে দেখা গেছে।
advertisement
advertisement
advertisement
advertisement
২০২২ সাল, ধনশ্রী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে 'চাহাল' পদবী সরিয়ে দিয়েছিলেন, তাঁদের সম্পর্কের সমস্যা সম্পর্কে জল্পনা ছড়িয়েছিল। প্রায় একই সময়ে, চাহাল তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে একটি রহস্যময় ছবি পোস্ট করেছেন, যা ফ্যানদের ফেলেছে। ছবিটিতে একটি উদ্ধৃতি দেখানো হয়েছে যাতে লেখা ছিল, "নিউ লাইফ লোডিং।" এই পোস্টের সময়, যা ধনশ্রীর তাঁর টাইটেল বাদ দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে মিলে যায়, নেটিজেনদের উন্মাদনায় ফেলেছিল।
advertisement
advertisement
advertisement
advertisement