আরও পড়ুন: ফের কাঠগড়ায় গুগল ম্যাপ, দিক না বুঝে খালে পড়ে গেল গাড়ি, গুরুতর আহত ৩
ঘটনাটি ঘটেছে ১লা ডিসেম্বর। বিষ্ণু একটি বেঞ্চে বসে ফোনে ব্যস্ত ছিলেন। এই সময় একটি বাস হঠাৎ করে তার উপর উঠে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, বাসের ধাক্কা লাগার পরও বিষ্ণু একই অবস্থায় বসে রইলেন। স্থানীয় লোকজন দ্রুত তার দিকে এগিয়ে আসেন, এবং বাসটি তৎক্ষণাৎ পিছিয়ে যায়। এভাবেই বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান বিষ্ণু।
advertisement
আরও পড়ুন: এক স্ত্রী দুই স্বামী, থানাতেই বউ নিয়ে দুই বরের প্রবল লড়াই, জিতল কে? জানুন…
বাসিন্দারা তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানিয়েছেন, বিষ্ণুর বড় কোনো আঘাত হয়নি এবং তিনি বিপদমুক্ত।
বাস স্ট্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে। বাসটি রিভার্স গিয়ারে রাখা হয়েছিল, কিন্তু গিয়ারের ত্রুটির কারণে এটি সামনের দিকে এগিয়ে যায়।
এই ঘটনাটি কেরালার বাস স্ট্যান্ডে নিরাপত্তার বিষয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। ভিডিওটি দেখার পর নেটিজেনরা বিষ্ণুর অলৌকিক রক্ষার প্রশংসা করেছেন।