মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছিল। জেলা প্রশাসন মৃতদের পরিবারকে ৫০০০০ এবং আহতদের ১০০০০ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে।
আরও পড়ুন: ছাদের বাগানে জল দিতে গিয়েছিলেন, হঠাৎ ধুপ করে আওয়াজ! ভয়ঙ্কর ঘটনা কলকাতায়, সব শেষ বৃদ্ধের
স্থানীয় সূত্রে খবর, ট্র্যাক্টরটি ১৮ বছর বয়সী ধর্মেন্দ্র গোন্ড নামে এক কিশোর চালাচ্ছিল। মৃত সকলেরই বয়স ১২-১৫ বছরের মধ্যে। সবাই একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
advertisement
এলাকার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সূর্যকান্ত শর্মা বলেন, “ধর্মেন্দ্র গোন্ড তার বোনের বিয়ের অনুষ্ঠানে জলের ট্যাঙ্কার আনতে যাচ্ছিল। অন্যান্য শিশুরা ট্রাক্টরে চড়ে যোগ দেয় তাতে। বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে ট্রাক্টরটি রাস্তা থেকে ছিটকে পাশের মাঠে উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাক্টরটির গতি অনেকটাই বেশি ছিল।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2024 4:55 PM IST