অভিষেক আরও বলেন, "বিজেপির ক্ষমতা থাকলে তৃণমূল কংগ্রেসকে আটকে দেখাও৷ রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর হাল সবচেয়ে খারাপ। একটা বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, সড়ক তৈরি করার পরিকাঠামো নেই। কারণ দিল্লির বাবুদের কথায় সব চলে। গ্রামে গিয়ে একটা দশ ওয়াটের আলো লাগানোর ক্ষমতা নেই৷ আসলে দিল্লির রিমোট কন্ট্রোলে সরকার চলে। আপনারা কি এই সরকার চেয়েছিলেন? প্রতি ভোটে আপনাদের শোষিত করে রাখবে এরা৷ তাই এই ভোটে জবাব দিন। এই জনবিরোধী সরকারকে সরাতে আপনাদের জবাব দিতে হবে। আমি যে কথা বলে যাচ্ছি, সেই কথা সত্যি কিনা সেটা ফোনে খোঁজ নিন। তারপর আমাদের ভোট দিন। বাংলা পারলে ত্রিপুরাও পারবে।"
advertisement
কেন্দ্রের পরিষেবা নিয়েও আক্রমণ শাণাতে ছাড়েননি অভিষেক। তাঁর কথায়, "আয়ুষ্মান ভারত সবাই পাবেন না৷ স্বাস্থ্যসাথী সবাই পাবেন। আমরা বিভাজনের রাজনীতি করি না। আমরা একতা রাখি৷ তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে৷ ভাববেন না ভোটের পরে চলে যাব। বিজেপির অনেক টাকা, অনেক গুন্ডাবাহিনী। কিন্তু মানুষ যদি বলে কাউকে সরাব, তাহলে বিজেপি কিছুই করতে পারবে না। ওরা আপনাদের বোকা বানিয়েছে৷ আপনারা ওদের বোকা বানান এবার। আপনাদের গায়ে হাত দিয়ে দেখুক। যেদিন গায়ে হাত দেবে, পরের দিন চলে আসব। শুধু নিজের ভোটটা নিজে দিন।"