TRENDING:

Abhishek Banerjee : ২২ জুলাই দিল্লিতে জরুরি বৈঠকে অভিষেক! তৈরি হবে সংসদীয় রণনীতির ব্লু-প্রিন্ট

Last Updated:

Abhishek Banerjee : শহীদ দিবসের অনুষ্ঠানের পরে একুশে জুলাই রাতে দিল্লি পৌঁছচ্ছেন অভিষেক। ২৬শে জুলাই দিল্লি পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন, সৌগত রায়, সুখেন্দুশেখর রায়ের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, মহুয়া মৈত্র, শান্তনু সেনদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা তুলে ধরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।লোকসভা ও রাজ্যসভার সমস্ত সাংসদ উপস্থিত থাকবেন ওই সভায়।

সূত্রের খবর, ২২ জুলাই তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায়ের(Sukhendu Sekhar Roy) বাড়িতে সাংসদদের নিয়ে বৈঠকে বসবেন অভিষেক Abhishek Banerjee। ৭নং, মহাদেব রোডে ইতিমধ্যেই তাবু খাটানোর কাজ শুরু হয়ে গিয়েছে। অভিষেক সংসদের বাদল অধিবেশনে দলের রণনীতি নিয়ে আলোচনা করবেন এই বৈঠকে।

advertisement

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) শুধু নন, এবার তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাই কার্যত জাতীয় রাজনীতিতে নিজের জায়গা আরও পাকা করে নিচ্ছেন অভিষেক। সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে। যা প্রথম দুদিন ভেস্তে গিয়েছে বিরোধীদের নানা দাবির চাপে। মোদি সরকারকে আরও কোণঠাসা করতে এবার আসরে নামছেন অভিষেক।

মোদি বিরোধিতায় তৃণমূলের নয়া নীতি- 'অল আউট অ্যাটাক'। সূত্রের খবর, এই নীতিকে সামনে রেখে মোদি সরকার যে বিলগুলো আনতে চলেছে, বয়সের বৈঠকে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবেন অভিষেক। পাশাপাশি পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, করোনা মোকাবেলায় সরকারের ব্যর্থতা এবং টিকা বন্টনে একচোখা নীতির ঘোরতর বিরোধিতায় তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়ে পড়তে চলেছে। তার দিশা নির্দেশ নির্দিষ্ট করবেন অভিষেক।

advertisement

বৃহস্পতিবার সকাল থেকে সুখেন্দুশেখরের বাড়িতে আসতে বলা হয়েছে দলের সাংসদদের। আয়োজন করা হয়েছে মধ্যাহ্নভোজের। অভিষেক নিজে সংসদ অধিবেশনে যোগ দেবেন। তার আগে দলের সাংসদদের নিয়ে রণনীতি তৈরি করে বেশ কিছু নির্দেশ দিতে চাইছেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শহীদ দিবসের অনুষ্ঠানের পরে একুশে জুলাই রাতে দিল্লি পৌঁছচ্ছেন অভিষেক। ২৬শে জুলাই দিল্লি পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী-সহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে। ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Abhishek Banerjee : ২২ জুলাই দিল্লিতে জরুরি বৈঠকে অভিষেক! তৈরি হবে সংসদীয় রণনীতির ব্লু-প্রিন্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল