TRENDING:

Abhishek Banerjee: পাক সন্ত্রাস নির্মূল করতে জোরালো সওয়াল অভিষেকের, বিশ্বে ‘অপারেশন সিঁদুর’-এর বার্তা ছড়িয়ে এবার দেশে ফিরছেন

Last Updated:

কাশ্মীরে এসে কয়েকটা দিন কাটানোর আহ্বান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া হয়ে মালয়েশিয়া— সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে যেখানেই গিয়েছেন পাক সন্ত্রাসের বিরুদ্ধে জোরালো সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় বিদেশের মাটিতে সেখানকার প্রশাসনের শীর্ষকর্তা, রাজনৈতিক নেতা-নেত্রী, চিন্তাবিদ, প্রবাসী ভারতীয়দের সঙ্গে যখন যেমন আলোচনা বা দেখা করার সুযোগ হয়েছে তখনই সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে রুখে দাঁড়ানোর কথা বলেছেন। এবার মালয়েশিয়ার কুয়ালালামপুরেও একাধারে সৌজন্য সাক্ষাৎ ও সন্ত্রাসবাদ-বিরোধী আলোচনায় যোগ দিয়েছিলেন অভিষেক-সহ প্রতিনিধি দলের সদস্যরা।
পাক সন্ত্রাস নির্মূল করতে জোরালো সওয়াল অভিষেকের
পাক সন্ত্রাস নির্মূল করতে জোরালো সওয়াল অভিষেকের
advertisement

আরও পড়ুন– নিরাপত্তা বাড়ছে ইডেনের, গেটে বসছে মেটাল ডিটেক্টর, সিএবির সুরক্ষা নিয়ে সিদ্ধান্ত লালবাজারের

সেখানে পিপলস জাস্টিস পার্টির কেদিলান রাকাইতের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়। সমগ্র বিশ্বে শান্তি বজায় রাখা ও সন্ত্রাসবাদ নির্মূলে যৌথ অঙ্গীকারও করা হয়। বিদেশের মাটিতে দাঁড়িয়ে অভিষেক বারবার প্রবাসীদের অনুরোধ করেছেন, ভারত সফরকালে কাশ্মীরে দু’দিন অতিরিক্ত থাকার জন্য। এতে ভুস্বর্গের মানুষের আর্থিক উন্নতির পাশাপাশি দেশের জন্য এটা প্রয়োজনীয় বলে মনে করিয়েছেন তিনি। পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হুংকার, এবার যদি পাকিস্তানের সঙ্গে কোনও কথা বলতে হয় তাহলে সেটা পাক অধিকৃত কাশ্মীর ফেরানো ছাড়া আর অন্য কোনও বিষয় নিয়ে হবে না।

advertisement

আরও পড়ুন– বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে !

অভিষেক বন্দ্যোপাধ্যায় কুয়ালালামপুরের সভায় বলেন, ‘‘আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে ওরা (পাকিস্তান) ভারতবর্ষের অর্থনীতিকে নীচে টানতে চাইছিল, আমাদের উপর সন্ত্রাসবাদী হামলা চালিয়ে। এটা আমাদের দায়িত্ব যে আমরা নিশ্চিত করি যাতে কাশ্মীর এগিয়ে যেতে থাকে এবং তার উন্নতিসাধন হয়।’’ এরপরই আগত দর্শকদের কাশ্মীর ঘুরে দেখার অনুরোধ করে অভিষেক বলেন, ‘‘আপনারা পরের বার ভারতে বেড়াতে গেলে তিন থেকে চারদিন মতো বেশি সময় হাতে রাখবেন আর ওই দিনগুলোতে কাশ্মীর ঘুরে দেখবেন। কাশ্মীরের মানুষের উন্নতির জন্য অর্থনৈতিক প্রগতির জন্য আপনাদের কাছে এই আবেদন করলাম।”

advertisement

কুয়ালালামপুরে ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করার ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবাসীদের অনুরোধ করলেন ভারত সফরকালে কাশ্মীরে দু’দিন অতিরিক্ত থাকার জন্য। এতে ভুস্বর্গের মানুষের আর্থিক উন্নতির পাশাপাশি দেশের জন্য এটা প্রয়োজনীয় বলে মনে করালেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

‘অপারেশন সিঁদুর’ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের কথা বিশ্বব্যাপী পৌঁছে দিতে বিভিন্ন দেশে ঘুরছেন শাসক এবং বিরোধী শিবিরের সাংসদেরা। জেডিইউ সাংসদ সঞ্জয়কুমার ঝাঁয়ের নেতৃত্বে থাকা একটি প্রতিনিধিদল আজ ভারতে ফিরছে। এই দলেই রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতে ফেরার পরে তাঁরা কোনও প্রতিক্রিয়া দেন কি না, সে দিকে নজর থাকবে আজ। এ ছাড়া বিজেপি সাংসদ বৈজয়ন্ত পণ্ডার নেতৃত্বে একটি প্রতিনিধিদলেরও আজ, মঙ্গলবার দেশে ফেরার কথা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Abhishek Banerjee: পাক সন্ত্রাস নির্মূল করতে জোরালো সওয়াল অভিষেকের, বিশ্বে ‘অপারেশন সিঁদুর’-এর বার্তা ছড়িয়ে এবার দেশে ফিরছেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল