সেখানে পিপলস জাস্টিস পার্টির কেদিলান রাকাইতের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়। সমগ্র বিশ্বে শান্তি বজায় রাখা ও সন্ত্রাসবাদ নির্মূলে যৌথ অঙ্গীকারও করা হয়। বিদেশের মাটিতে দাঁড়িয়ে অভিষেক বারবার প্রবাসীদের অনুরোধ করেছেন, ভারত সফরকালে কাশ্মীরে দু’দিন অতিরিক্ত থাকার জন্য। এতে ভুস্বর্গের মানুষের আর্থিক উন্নতির পাশাপাশি দেশের জন্য এটা প্রয়োজনীয় বলে মনে করিয়েছেন তিনি। পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হুংকার, এবার যদি পাকিস্তানের সঙ্গে কোনও কথা বলতে হয় তাহলে সেটা পাক অধিকৃত কাশ্মীর ফেরানো ছাড়া আর অন্য কোনও বিষয় নিয়ে হবে না।
advertisement
আরও পড়ুন– বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে !
অভিষেক বন্দ্যোপাধ্যায় কুয়ালালামপুরের সভায় বলেন, ‘‘আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে ওরা (পাকিস্তান) ভারতবর্ষের অর্থনীতিকে নীচে টানতে চাইছিল, আমাদের উপর সন্ত্রাসবাদী হামলা চালিয়ে। এটা আমাদের দায়িত্ব যে আমরা নিশ্চিত করি যাতে কাশ্মীর এগিয়ে যেতে থাকে এবং তার উন্নতিসাধন হয়।’’ এরপরই আগত দর্শকদের কাশ্মীর ঘুরে দেখার অনুরোধ করে অভিষেক বলেন, ‘‘আপনারা পরের বার ভারতে বেড়াতে গেলে তিন থেকে চারদিন মতো বেশি সময় হাতে রাখবেন আর ওই দিনগুলোতে কাশ্মীর ঘুরে দেখবেন। কাশ্মীরের মানুষের উন্নতির জন্য অর্থনৈতিক প্রগতির জন্য আপনাদের কাছে এই আবেদন করলাম।”
কুয়ালালামপুরে ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করার ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবাসীদের অনুরোধ করলেন ভারত সফরকালে কাশ্মীরে দু’দিন অতিরিক্ত থাকার জন্য। এতে ভুস্বর্গের মানুষের আর্থিক উন্নতির পাশাপাশি দেশের জন্য এটা প্রয়োজনীয় বলে মনে করালেন তিনি।
‘অপারেশন সিঁদুর’ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের কথা বিশ্বব্যাপী পৌঁছে দিতে বিভিন্ন দেশে ঘুরছেন শাসক এবং বিরোধী শিবিরের সাংসদেরা। জেডিইউ সাংসদ সঞ্জয়কুমার ঝাঁয়ের নেতৃত্বে থাকা একটি প্রতিনিধিদল আজ ভারতে ফিরছে। এই দলেই রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতে ফেরার পরে তাঁরা কোনও প্রতিক্রিয়া দেন কি না, সে দিকে নজর থাকবে আজ। এ ছাড়া বিজেপি সাংসদ বৈজয়ন্ত পণ্ডার নেতৃত্বে একটি প্রতিনিধিদলেরও আজ, মঙ্গলবার দেশে ফেরার কথা।