TRENDING:

৬২-তে থামল আপ, গোটা দিল্লিতেই ধুয়ে মুছে সাফ বিজেপি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আপ - ৬২            বিজেপি - ৮
advertisement

#নয়া দিল্লি: দিল্লি থেকে সাফ বিজেপি৷ ডাহা ফেল ‘চাণক্য’ নীতি৷ মোদি-অমিত শাহের যৌথ প্রচারেও কাজ হল না শেষ পর্যন্ত৷ ৭০ আসনের দিল্লি বিধানসভায় ৬২ আসন পেয়ে ফের ক্ষমতা দখল করল আপ৷ তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে কেজরিওয়ালের শপথ নেবেন ১৪ ফেব্রুয়ারি৷ তার আগে অন্য রাজ্যের বিরোধী দলগুলির মতো বিনিদ্র রাত কাটানোর কোনও সম্ভবনা নেই তাঁর৷ কারণ সংখ্যাগরিষ্ঠতার অনেক বেশি আসন তাঁর ঝুলিতে৷ তাই অন্য রাজ্যের মতো অমিত শাহ দল ভাঙিয়েও এখানে সুবিধা করতে পারবেন না৷ ভ্যালেন্টাইনস ডের দিন শপথ নেবেনই কেজরিওয়াল৷ দিল্লিতে তৈরি হবে তৃতীয় আপ সরকার৷ নির্বাচনে জয় পেয়েছেন প্রায় সমস্ত তারকা আপ প্রার্থীই৷

advertisement

aaps landslide victory in delhi

প্রথমে পিছিয়ে পড়লেও জিতেছেন আপের অতিশী মারলেনা, মণীশ সিসোদিয়া, রাঘব চাড্ডা৷ বিপুল ভোটে জিতেছেন অরবিন্দ কেজরিওয়াল৷ উল্লেখযোগ্য আসন হিসাবে ওখলা কেন্দ্র, যার মধ্যে পড়ছে শাহিনবাগ, জামিয়া, সেখানও জয় পেয়েছে আপ৷ তবে সবচেয়ে করুণ অবস্থা কংগ্রেসের৷ শীলা দীক্ষিত নেই, আর তাঁর শূন্যস্থান পূরণ করতে পারেনি কংগ্রেস৷ ভোট তাঁদের ভোট শতাংশ এসে দাঁড়িয়েছে পাঁচের নীচে৷

advertisement

Seat Shares in Delhi

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

মঙ্গলবার সকালে যখন ভোটের ফল আসতে শুরু করেছিল, তখন বিজেপি কর্মীরা ভাবেননি বেলা গড়াতেই এমন পরিণতি হবে৷ একসময় তো এগিয়ে থাকার নিরিখে বিজেপি ২৫টি আসনও পেরিয়ে গিয়েছিল৷ কিন্তু আস্তে আস্তে ছবিটা পাল্টে যায়৷ শেষবেলায় বিজেপির আসন সংখ্যা কমতে কমতে এসে দাঁড়ায় ৮-এ৷ ওদিকে আপ বাড়তে বাড়তে পৌঁছে যায় ৬২-তে৷ বিজেপির উগ্র জাতীয়তাবাদী রাজনীতির উল্টোদিকে দাঁড়িয়ে আপের উন্নয়নের রাজনীতিই যে দিল্লির মানুষকে ভোটবাক্সে টেনে এনেছে, একথা সকলেই প্রায় স্বীকার করছেন৷ তবুও গতবারের থেকে ফল কিছুটা হলেও ভাল করেছে গেরুয়া শিবির৷ গতবারের থেকে এবার ৬ শতাংশ ভোট বেড়েছে বিজেপির৷ আসন বেড়েছে পাঁচটি৷ মানচিত্র দেখলেই বোঝা যাবে, যমুনা নদীর ওপারে উত্তরপ্রদেশ সংলগ্ন দিল্লিতেই বিজেপি ভাল ফল করেছে৷ য়ে কেউ বুঝতে পারে, ওই অঞ্চলে আসলে উত্তরপ্রদেশ বিজেপির শক্তির আঁচ এসে পড়েছিল৷ সেই ঢেউয়ে কিছুটা জমি তৈরি করতে চেষ্টা করেছে গেরুয়া শিবির৷ সেই জন্যই পড়ে পাওয়া চোদ্দ আনার মতো কয়েকটি আসন জুটেছে কপালে৷ না হলে গতবারের স্কোরবোর্ডই এবারও দেখা যেত হয়ত৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
৬২-তে থামল আপ, গোটা দিল্লিতেই ধুয়ে মুছে সাফ বিজেপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল