TRENDING:

AAP to skip Mamata Banerjee meeting: দিল্লিতে আজ মমতার বৈঠকে সম্ভবত নেই আপ, টিআরএস! তবে থাকছে অধিকাংশ বিরোধী দলই

Last Updated:

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আজ বিকেল তিনটেয় দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা আজকের বৈঠকে সম্ভবত থাকছে না অরবিন্দ কেজরীওয়ালের দল আম আদমি পার্টি৷ মমতার সঙ্গে কেজরীওয়ালের বরাবরের সুসম্পর্ক থাকলেও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মেপে পা ফেলতে চাইছে আপ৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, আজকের বৈঠকে দলের কোনও নেতাকে পাঠাবে না আপ৷ বিরোধীরা রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে কার নাম চূড়ান্ত করে, তা দেখেই এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবে আম আদমি পার্টি৷
মমতার বৈঠকে সম্ভবত থাকছে না কেজরীওয়ালের দল৷
মমতার বৈঠকে সম্ভবত থাকছে না কেজরীওয়ালের দল৷
advertisement

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আজ বিকেল তিনটেয় দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই বৈঠকে উপস্থিত থাকার জন্য অরবিন্দ কেজরীওয়াল সহ বিরোধী শিবিরের বাইশজন নেতাকে চিঠি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷ কিন্তু এখনও পর্যন্ত যা খবর, তাতে আম আদমি পার্টি ছাড়াও কে চন্দ্রশেখর রাও-এর তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতিও এ দিনের বৈঠকে থাকছে না বলেই খবর৷ নবীন পট্টনায়েকের বিজেডি-ও এ দিনের বৈঠকে থাকছে না৷

advertisement

আরও পড়ুন: দিল্লিতে পৌঁছেই পাওয়ারের সঙ্গে বৈঠকে মমতা! বুধবার আসছে কংগ্রেস, বামেরাও

দিল্লির পর পঞ্জাবেও ক্ষমতা দখল করেছে আপ৷ অন্যান্য রাজ্যেও নিজেদের পায়ের তলার মাটি শক্ত করছে তারা৷ জাতীয় রাজনীতিতে বিরোধী শক্তি হিসেবে অরবিন্দ কেজরীওয়ালের দলের ভূমিকা এখন যথেষ্টই গুরুত্বপূর্ণ৷ ফলে আজকের বৈঠকে আপ না থাকলে তা বিরোধী শিবিরের কাছে ধাক্কা বটেই৷

advertisement

তবে আপ, টিআরএস বা বিজেডি না থাকলেও এ িদনের বৈঠকে হাজির থাকছে বিরোধী শিবিরের অধিকাংশ দলই৷ সবথেকে বড় কথা, তৃণমূলের সঙ্গে সাম্প্রতিক বিরোধকে দূরে সরিয়ে এ দিনের বৈঠকে দলের তিন গুরুত্বপূর্ণ নেতা মল্লিকার্জুন খার্গে, জয়রাম রমেশ এবং রণদীপ সিং সুরজেওয়ালাকে পাঠাচ্ছে কংগ্রেস৷ এমন কি, মমতার এক তরফা বৈঠক ডাকার ধরন নিয়ে প্রশ্ন তুললেও বৈঠকে নিজেদের প্রতিনিধিকে পাঠাচ্ছে সিপিএম, থাকবেন সিপিআই-এর সাংসদও৷

advertisement

আরও পড়ুন: টানা তিন দিন! বুধবার ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে রাহুলকে, দাবি সূত্রের

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মমতার আজকের অধিকাংশ বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত৷ বিরোধী শিবিরের একাধিক গুরুত্বপূর্ণ নেতাও বৈঠকে হাজির থাকতে চলেছেন৷ জেডিএস-এর তরফে হাজির থাকবেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া এবং তাঁর ছেেল এইচ ডি কুমারস্বামী৷ হাজির থাকবেন ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতি, তেজস্বী যাদব, টি আর বালুর মতো নেতারা৷ সমাজবাদী পার্টি জানিয়ে দিয়েছে, রাষ্ট্রপতি পদে মমতা যাঁর নাম প্রার্থী হিসেবে প্রস্তাব করবেন, তাঁকেই সমর্থন করবে তারা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

মঙ্গলবার দিল্লি পৌঁছেই এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও সূত্রের খবর, বিরোধী শিবিরের ইচ্ছা থাকলেও রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে রাজি নন এনসিপি প্রধান৷

বাংলা খবর/ খবর/দেশ/
AAP to skip Mamata Banerjee meeting: দিল্লিতে আজ মমতার বৈঠকে সম্ভবত নেই আপ, টিআরএস! তবে থাকছে অধিকাংশ বিরোধী দলই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল