TRENDING:

Crime News: আবার খুন! দরজার বাইরে ফোঁটা ফোঁটা রক্ত, বক্সখাটের ভিতরে ব্যাগে ঠেসে ভরা মহিলার দেহ, পাশে ধূপকাঠি

Last Updated:

পুলিশ জানিয়েছে, বাইরে থেকে দরজা বন্ধ ছিল, পিছনের দরজার বাইরে কয়েক ফোঁটা রক্ত পড়েছিল৷ নিহত মহিলার বয়স বছর চল্লিশের আশপাশে৷ তবে ওই মহিলা অভিযুক্তের কে ছিলেন, তা জানা যায়নি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আবারও হাড়হিম করা ঘটনা৷ এবার ঘটনাস্থল দিল্লির শহদরার বিবেক বিহার৷ হঠাৎ করেই একটি ফ্ল্যাট থেকে ভয়ঙ্কর পচা গন্ধ বেরচ্ছিল৷ গন্ধ অসহ্য হয়ে যাওয়ায় আশপাশের ফ্ল্যাটের লোকজনেরা পুলিশে খবর দেন৷ পুলিশ এসে ফ্ল্যাটের দরজা খুলে তল্লাশি চালাতেই দেখে বীভৎস কাণ্ড৷ বক্স খাটের ভিতরে চাদর জড়িয়ে রাখা এক মহিলার দেহ৷ পুলিশ জানিয়েছেন, বক্স খাটের ভিতরে একটি ব্যাগের মধ্যে দেহটি রাখা ছিল৷ বাড়িটি বিবেকানন্দ মিশ্রা নামের এক ব্যক্তির৷ তাঁর বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে৷
News18
News18
advertisement

ঘটনার বিবরণ দিতে গিয়ে অতিরিক্ত ডিসিপি নেহা যাদব বলেন, ‘‘আমরা ভোর ৪টে ৩৭ নাগাদ ফোন পাই যে খুব বাজে গন্ধ বেরাচ্ছে একটা ফ্ল্যাট থেকে৷ ঝিমলি কলোনি সত্যম এনক্লেভের ১১৮এ ৷ দেখা যায় ওটা বিবেকানন্দ মিশ্রার ফ্ল্যাট৷’’

আরও পড়ুন: এসিতে বিস্ফোরণ! মেয়েদের হোস্টেল জ্বলছে দাউদাউ…প্রাণ বাঁচাতে দ্বিতীয় তলা থেকে ঝাঁপ ছাত্রীদের!

advertisement

তিনি জানান, বিছানার বাক্সের ভিতরে একটি ব্যাগের মধ্যে চাদর জড়িয়ে ওই মহিলার দেহকে ঢুকিয়ে রেখে দিয়েছিল৷ ব্যাগের ভিতরে ধূপ রাখা ছিল৷ যদিও দেহটি কার সে বিষয়ে জানা যায়নি৷

নির্জন রেলস্টেশনে দাঁড়িয়ে ব্যক্তি, ঘিরে ফেলল RPF! ‘তুমি কে?’ জিজ্ঞাসা করতেই…শোরগোল! ফোন এল এয়ারপোর্ট থেকেও

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

পুলিশ জানিয়েছে, বাইরে থেকে দরজা বন্ধ ছিল, পিছনের দরজার বাইরে কয়েক ফোঁটা রক্ত পড়েছিল৷ নিহত মহিলার বয়স বছর চল্লিশের আশপাশে৷ তবে ওই মহিলা অভিযুক্তের কে ছিলেন, তাদের মধ্যে কী সম্পর্ক ছিল, তা জানা যায়নি৷ প্রাথমিক ভাবে মনে হয়েছে, ওই মহিলাকে ২-৩ দিন আগে খুন করা হয়েছে৷ পুলিশ জানতে পেরেছে, ফ্ল্যাটের মালিক বিবেকানন্দ মিশ্রা গত বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার দুপুরে ফ্ল্যাটে এসেছিল৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: আবার খুন! দরজার বাইরে ফোঁটা ফোঁটা রক্ত, বক্সখাটের ভিতরে ব্যাগে ঠেসে ভরা মহিলার দেহ, পাশে ধূপকাঠি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল