ঘটনার বিবরণ দিতে গিয়ে অতিরিক্ত ডিসিপি নেহা যাদব বলেন, ‘‘আমরা ভোর ৪টে ৩৭ নাগাদ ফোন পাই যে খুব বাজে গন্ধ বেরাচ্ছে একটা ফ্ল্যাট থেকে৷ ঝিমলি কলোনি সত্যম এনক্লেভের ১১৮এ ৷ দেখা যায় ওটা বিবেকানন্দ মিশ্রার ফ্ল্যাট৷’’
advertisement
তিনি জানান, বিছানার বাক্সের ভিতরে একটি ব্যাগের মধ্যে চাদর জড়িয়ে ওই মহিলার দেহকে ঢুকিয়ে রেখে দিয়েছিল৷ ব্যাগের ভিতরে ধূপ রাখা ছিল৷ যদিও দেহটি কার সে বিষয়ে জানা যায়নি৷
পুলিশ জানিয়েছে, বাইরে থেকে দরজা বন্ধ ছিল, পিছনের দরজার বাইরে কয়েক ফোঁটা রক্ত পড়েছিল৷ নিহত মহিলার বয়স বছর চল্লিশের আশপাশে৷ তবে ওই মহিলা অভিযুক্তের কে ছিলেন, তাদের মধ্যে কী সম্পর্ক ছিল, তা জানা যায়নি৷ প্রাথমিক ভাবে মনে হয়েছে, ওই মহিলাকে ২-৩ দিন আগে খুন করা হয়েছে৷ পুলিশ জানতে পেরেছে, ফ্ল্যাটের মালিক বিবেকানন্দ মিশ্রা গত বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার দুপুরে ফ্ল্যাটে এসেছিল৷