সোমবার রাতে স্কুটি করে বাড়ি ফেরার পথে পা পিছলে জলে পড়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন ২৩ বছরের অখিলা। রাস্তায় একটি জায়গা প্রবল জল জমে থাকায় অখিলা স্কুটি থেকে নেমে যান। সেখানেই স্কুটি দাঁড়় করাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বৈদ্যুতিক পোস্টে ভর দিতে যান। আর তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর।
advertisement
আরও পড়ুন: দু'দিন পানীয় জল পাবেন না শহরবাসী, জলমগ্ন বেঙ্গালুরুর ছবিতে ভর্তি সোশ্যাল মিডিয়া
সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক অখিলাকে মৃত বলে ঘোষণা করেন। মেয়ের মৃত্যুর জন্য বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এবং স্থানীয় প্রশাসনকে দায়ী করেছেন অখিলার পরিবার।
আরও পড়ুন: 'বন্ধুত্ব দিয়ে সব সমস্যার সমাধান হয়', তিস্তা চুক্তিতেই ইঙ্গিত হাসিনার? আজ মোদির সঙ্গে বৈঠক
এই দুর্ঘটনার কথা প্রকাশ্যে আসার পরেই বেঙ্গালুরু জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। সরকারের অবহেলাকে দায়ী করা হয়েছে এই ঘটনার জন্য।