ডিভিসি নিয়ে বড়সড় আন্দোলনের পথে তৃণমূল কংগ্রেস। লক্ষ্মী পুজোর পরে বড়সড় কর্মসূচী নেওয়া হচ্ছে। জনপ্রতিনিধিদের বলা হয়েছে প্লাবিত এলাকায় নজরদারি চালাতে। এর আগেও ডিভিসির ভূমিকা নিয়ে বারবার সরব হয়েছে শাসক দল। রাজনৈতিক ভাবে এর মোকাবিলা করা হবে বলে আগেও উল্লেখ করেছেন শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর এবারে বড়সড় রাজনৈতিক কর্মসূচী নেবে তারা।
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় জানান,”ডিভিসি কর্তৃক একতরফা এবং ইচ্ছাকৃতভাবে জল ছাড়ার সর্বশেষ আপডেট হল যে তারা আজ সন্ধ্যার মধ্যে মাইথন এবং পাঞ্চেত বাঁধ ইত্যাদি থেকে আরও জল ছেড়ে দিয়েছে যাতে উৎসবের সময় আমাদের পশ্চিমবঙ্গ প্লাবিত হয়। লক্ষ লক্ষ মানুষ যখন পুজোয় ব্যস্ত থাকে তখন তাদের উপর দুর্যোগ ডেকে আনার জন্য এটি একটি ইচ্ছাকৃত চক্রান্ত। লজ্জাজনক, অসহনীয়, অগ্রহণযোগ্য! আমরা প্রতিবাদ জানাই!!”
মুখ্যমন্ত্রী জানিয়েছেন,”বিজয়া দশমী মানেই দুর্গাপুজোর সমাপ্তি- আনন্দ, উল্লাস এবং নতুন আশা। এরমধ্যে পশ্চিমবঙ্গের জনগণকে শান্তিতে উৎসব শেষ করতে দেওয়ার পরিবর্তে, ডিভিসি রাজ্যকে কোনও আগাম নোটিশ ছাড়াই ৬৫,০০০ কিউসেক জল ছেড়ে দিয়েছে। এই বেপরোয়া কাজটি আমাদের উৎসবগুলিতে দুর্দশা সৃষ্টির প্রচেষ্টার চেয়ে কম কিছু নয়। এই ধরণের একতরফা পদক্ষেপ লজ্জাজনক এবং একেবারেই গ্রহণযোগ্য নয়। ডিভিসি না জানিয়ে জল ছেড়ে দিয়ে, বাংলার লক্ষ লক্ষ জীবনকে আচমকাই বিপদের মধ্যে ফেলেছে। এটি কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ডিভিসি দ্বারা সৃষ্ট একটি দুর্যোগ। আমার সাফ কথা- আমি কাউকে বাংলার বিসর্জন করতে দেব না। আমাদের জনগণের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্র পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। সত্য মিথ্যার উপর জয়লাভ করবে এবং শুভ ইচ্ছা অশুভের উপর জয়লাভ করবে।”যদিও শাসক দলের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। ইচ্ছাকৃতভাবে জলাধার থেকে জল ছাড়া হয়নি বলে সরব তারা।