TRENDING:

Crime News: পার্কে বিভত্‍স কাণ্ড, ছুরিতে ক্ষতবিক্ষত মহিলার শরীর! পুরনো প্রেমের জেরেই খুনের চেষ্টা

Last Updated:

রবিবার এক ২২ বছরের বিবাহিত মহিলা গুরুতর জখম হয়েছেন। শাস্ত্রী পার্কের হাসমত জাহান নামে আহত ব্যক্তি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লিঃ বিবাদের জেরে উত্তর-পূর্ব দিল্লির শাস্ত্রী পার্ক এলাকায় পুরানো বন্ধুকে ছুরিকাঘাত করে আর এক বন্ধু। এই ঘটনায়, রবিবার এক ২২ বছরের বিবাহিত মহিলা গুরুতর জখম হয়েছেন। শাস্ত্রী পার্কের হাসমত জাহান নামে আহত ব্যক্তি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানিয়েছে অভিযুক্তকে হত‍্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

আরও পড়ুনঃ ৪০০ ফুট খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনা কালিম্পংয়ে! মৃত ২, ক্রেন দিয়ে দেহ উদ্ধার

ঘটনাটি বুলন্দ মসজিদের কাছে ঘটেছে। একজন পুলিশ অফিসারের দাবি, অভিযুক্ত শাহ বাবু (২৩), বিহারের কিশানগঞ্জের বাসিন্দা, জাহানের সঙ্গে দেখা করতে এসেছিলেন। ডেপুটি কমিশনার অফ পুলিশ (উত্তর-পূর্ব) জয় টির্কি বলেন, “একজন মহিলাকে ছুড়ির আঘাত করা হয়েছে সেই বিষয়ে আমরা বিকেল ৩.২৫ মিনিটে একটি পিসিআর কল পাই।’’

advertisement

ডিসিপি জানিয়েছেন “জাহানের মাথায়, মুখে ও হাতে একাধিক ছুরিকাঘাতের ক্ষত আছে। তাঁকে জগ প্রবেশ চন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাঁকে জিটিবি হাসপাতালে রেফার করা হয়। তাঁর চিকিৎসা চলছে এবং স্থিতিশীল রয়েছে। অভিযুক্ত শাহ বাবুকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁর কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে।”

advertisement

আহত নারীর স্বামী মোহাম্মদ মুন্না পেশায় একজন দর্জি। পুলিশ জানিয়েছে যে অভিযুক্ত এবং আহত ব‍্যক্তি তাঁর বিয়ের আগে একে অপরের প্রতিবেশী ছিল বিহারের কিষাণগঞ্জে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ডিসিপি জয় টির্কি জানিয়েছেন “চার মাস আগে মোহাম্মদ মুন্নাকে বিয়ে করেছিলেন জাহান। শাহ বাবু তাঁর বিয়েতে অসন্তুষ্ট ছিলেন। অভিযুক্ত, যিনি হায়দরাবাদে দর্জির কাজ করতেন, তার সঙ্গে দেখা করতে দিল্লি এসেছিলেন। তাঁর সঙ্গে কথা বলার সময়, সে তার মেজাজ হারিয়ে ফেলে এবং তাঁকে একাধিকবার ছুরিকাঘাত করেছিল।’’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: পার্কে বিভত্‍স কাণ্ড, ছুরিতে ক্ষতবিক্ষত মহিলার শরীর! পুরনো প্রেমের জেরেই খুনের চেষ্টা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল