TRENDING:

Snake Bite: বিছানায় লুকিয়েছিল একজোড়া সাপ! মাসি-বোনঝি শুতেই উগরে দিল বিষের থলি! তারপর যে কাণ্ড ঘটল ২ সাপের সঙ্গে...! কাঁদছে গোটা আমেঠি

Last Updated:

Snake: সাপের কামড়ে এক মাসি এবং বোনঝির মৃত্যুর ঘটনায় আমেঠিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘরে ঘুমন্ত অবস্থায় এক জোড়া সাপ তাদের দু'জনকেই কামড়ে ধরে। পরিবার তাদের দু'জনকেই চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়, যেখানে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমেথি: উত্তরপ্রদেশের আমেথি জেলার জয়স কোতোয়ালি এলাকার মীরমাউ গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা সামনে এসেছে সম্প্রতি। শনিবার রাতে এক জোড়া সাপের কামড়ে মাসি এবং তাঁর বোনঝির মৃত্যু হয়। ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী সাপ দুটিকে পিটিয়ে মেয়ে ফেলে। তিলোই রাজস্ব প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে ঘটনার রিপোর্ট তৈরি করেছে। শীঘ্রই ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।
সাপ
সাপ
advertisement

জানা গিয়েছে, মীরমাউ গ্রামের বাসিন্দা ৩৫ বছর বয়সী শাকিলা এবং তার ১৫ বছর বয়সী বোনঝি সায়মা, যিনি জহিরের মেয়ে, শনিবার গভীর রাতে বাড়ির বারান্দায় একই বিছানায় ঘুমাচ্ছিলেন। রাত দেড়’টা নাগাদ, এক জোড়া সাপ বিছানায় উঠে আসে, তাদের দু’জনকেই ছোবল দেয়। সাপের আচমকা কামড়ের পর তারা চিৎকার করে ওঠে এবং অজ্ঞান হয়ে যায়। তাদের চিৎকার শুনে পরিবারের সদস্যরা দৌড়ে ঘটনাস্থলে পৌঁছয়, এরপর উভয়কেই নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর সাপদুটি বাইরে বেরলেই ক্ষুব্ধ গ্রামবাসীরা লাঠি দিয়ে পিটিয়ে দুটি সাপকেই মেরে ফেলে। মর্মান্তিক এই ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে এবং সকাল থেকেই মৃতদের বাড়ির সামনে ভিড় জমতে শুরু করে।

advertisement

আরও পড়ুনঃ মাত্র ৪০ মিনিটেই বারাসত-বনগাঁ! নয়া উড়ালপুল পেতে ১ বছর বন্ধ হবে যশোর রোড…! বিকল্প কোন পথে যান চলাচল?

আরও পড়ুনঃ পাট বোঝাই ইঞ্জিনভ্যান আটকেছিলেন কর্তব্যরত ASI, সেই রাগে তৃণমূলের উপ প্রধানের যা করলেন…! লজ্জাজনক

নিহত শাকিলার স্বামী ওয়াসিম সৌদি আরবে কর্মরত, আর সায়মার বাবা জহির কাতারে থাকেন। উভয়ের পরিবারকে ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়েছে। গ্রামের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ উসমান বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। উভয় পরিবারের প্রধান সদস্যরা বিদেশে থাকেন এবং এই দুর্ঘটনা সকলকে হতবাক।” সায়মার ভাইও অন্য রাজ্যে কাজ করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিলোই রাজস্ব প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। রাজস্ব কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছেন। তিলোইয়ের উপ-জেলা ম্যাজিস্ট্রেট (এসডিএম) বলেন, মৃতের পরিবারকে শীঘ্রই আর্থিক সহায়তা প্রদান করা হবে। তিনি বলেন, “এই মর্মান্তিক ঘটনায় আমরা শোকাহত এবং পরিবারকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করা হবে।”

বাংলা খবর/ খবর/দেশ/
Snake Bite: বিছানায় লুকিয়েছিল একজোড়া সাপ! মাসি-বোনঝি শুতেই উগরে দিল বিষের থলি! তারপর যে কাণ্ড ঘটল ২ সাপের সঙ্গে...! কাঁদছে গোটা আমেঠি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল