বিজয়ী হতে না পারলেও দুই নেত্রীকে নব নির্বাচিত সরকার যেভাবে যোগ্য সম্মান প্রদান করল, তা এক কথায় রাজ্যের ইতিহাসে নজিরবিহীন। গত শুক্রবারই বিজেপি নেত্রী পাতাল কন্যা জমাতিয়া এবং সহযোগী দল আইপিএফটি নেত্রী জয়ন্তী দেববর্মাকে প্রতিমন্ত্রীর পদ মর্যাদা সম্পন্ন পদে নিযুক্তি দিল রাজ্য সরকার। "ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস"-এর চেয়ারপার্সন হিসেবে জয়ন্তী দেববর্মা এবং "ত্রিপুরা রিহেবিলিটেশান প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড"-এর চেয়ারপার্সন হিসাবে পাতালকন্যা জমাতিয়া নিযুক্ত করা হয়েছে। এজন্য দুজনকেই এদিন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
advertisement
আরও পড়ুন- বিমান চালানোর সময় পানীয়-গুজিয়া খেয়ে বিপাকে দুই পাইলট ! আপাতত সাসপেন্ড
আরও পড়ুন- শনিবার নিজ রাশিতেই প্রবেশ করতে চলেছেন শনিদেব! এই ৪ রাশির ভাগ্য হবে আলোর মতো উজ্জ্বল
নারী ক্ষমতায়ন ও স্বশক্তিকরনে বিশ্বাস করে ভারতীয় জনতা পার্টি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নারীদের শক্তিশালী করার জন্য বিশেষ গুরুত্ব দিয়েছেন। নারীদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে বরাবরই আন্তরিক প্রধানমন্ত্রী। তাই প্রধানমন্ত্রীর নির্দেশিত দিশায় কাজ করছেন মুখ্যমন্ত্রী মানিক সাহাও, বলে জানিয়েছে দল। নারীদের বিভিন্ন দিক দিয়ে কল্যাণের জন্য ইতিমধ্যে একাধিক পদক্ষেপ করছেন তিনি। কলেজ পড়ুয়া ছাত্রীদের বিনামূল্যে পড়াশুনার ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি মহিলাদের নিরাপত্তার জন্য হেল্পলাইন-সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। আর এবার আরও একটি ঐতিহাসিক নজির স্থাপন করল মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরার রাজ্য সরকার। ত্রিপুরার ইতিহাসে সম্ভবত প্রথম বারের মতো নির্বাচনে বিজিত কোনও মহিলা প্রার্থীকে প্রতিমন্ত্রী পদমর্যাদার সমান দায়িত্বে আনা হল। শুক্রবারই রাজ্য সরকারের পক্ষ থেকে পাতাল কন্যা জমাতিয়া এবং জয়ন্তী দেববর্মাকে দুটি পৃথক সংস্থার চেয়ারপার্সন হিসেবে নিযুক্তি দেওয়া হয়।
শুক্রবার রাজ্য সরকারের অবর সচিব (আন্ডার সেক্রেটারি) জয় দত্ত দু'টি পৃথক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছেন। সে মোতাবেক প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন "ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস"--এর চেয়ারপার্সন হিসেবে জয়ন্তী দেববর্মা এবং "ত্রিপুরা রিহেবিলিটেশান প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড"-এর চেয়ারপার্সন হিসাবে পাতালকন্যা জমাতিয়া নিযুক্ত হয়েছেন। এই ঘোষণায় এখন থেকে তাঁরা দুজনে প্রতিমন্ত্রীর সুযোগ সুবিধাদি ভোগ করতে পারবেন। উল্লেখ্য, জয়ন্তী দেববর্মা প্রয়াত মন্ত্রী এন সি দেববর্মার কন্যা। এবার তিনি আশারাম বাড়ি বিধানসভা কেন্দ্র থেকে আইপিএফটি প্রার্থী হিসেবে লড়াই করেন। আর পাতাল কন্যা জমাতিয়া অম্পি কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়াই করেন।
সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা দুজনকেই এদিন শুভেচ্ছা জানিয়েছেন। তিনি জানান, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় "ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস"-এর চেয়ারপার্সন হিসেবে শ্রীমতি জয়ন্তী দেববর্মা এবং "ত্রিপুরা রিহেবিলিটেশান প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড" এর চেয়ারপার্সন হিসাবে শ্রীমতি পাতালকন্যা জমাতিয়া নিযুক্ত হওয়ায়, আমি দুজনকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। দু’জন নারী শক্তির কর্মদক্ষতায় এই দুটি প্রতিষ্ঠানে নতুন গতি সঞ্চারিত হবে বলে আমি প্রত্যাশা রাখি।