TRENDING:

পরপর দু’রাউন্ড গুলি, নিজের অফিসেই ঝাঁঝরা হয়ে গেলেন ড্রাগ ইন্সপেক্টর

Last Updated:

খারারে তিনি ড্রাগ অ্যান্ড ফুড কেমিক্যাল ল্যাবরেটরির জোনাল লাইসেন্সিং অফিসার পদে কর্মরতা ছিলেন নেহা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চণ্ডীগড়: নিজের অফিসেই খুন হয়ে গেলন ড্রাগ ইন্সপেক্টর নেহা শোরি ৷ পঞ্জাবের খরার শহরে মাদক পাচারের হালহকিকত খতিয়ে দেখতে সেখানে গিয়েছিলেন তিনি ৷ পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় নিজের অফিসেই বসে ছিলেন তিনি ৷
advertisement

হঠাৎই এক দুষ্কৃতি সেখানে ঢুকে কোনও কিছু বোঝার আগেই ২ রাউন্ড গুলি চালান নেহাকে লক্ষ্য করে ৷ পুলিশ জানিয়েছে, লাইসেন্সপ্রাপ্ত রিভলবার দিয়েই গুলি করা হয় নেহাকে ৷ সঙ্গে সঙ্গে পুলিশ ছুটে আসায় নিজেকেই গুলি করতে উদ্যত হয় খুনি ৷ কিন্তু তার মধ্যেই আটক করা হয় তাকে ৷ এই মুহূর্তে চন্ডীগড়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই অভিযুক্ত ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

খারারে তিনি ড্রাগ অ্যান্ড ফুড কেমিক্যাল ল্যাবরেটরির জোনাল লাইসেন্সিং অফিসার পদে কর্মরতা ছিলেন নেহা ৷ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং (Punjab Chief Minister Captain Amarinder Singh) পুলিশকে নির্দেশ দিয়েছেন যে, ড্রাগ ইন্সপেক্টরের খুনের তদন্ত দ্রুত নিষ্পত্তি করতে হবে ৷ এবং অভিযুক্তকে যথাযথ শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
পরপর দু’রাউন্ড গুলি, নিজের অফিসেই ঝাঁঝরা হয়ে গেলেন ড্রাগ ইন্সপেক্টর