TRENDING:

গণটুকলির বিরল নজির গড়ল গুজরাত, ৯৫৯ জনের খাতায়, একই জায়গায় একই ভুল

Last Updated:

কী ভাবে পরীক্ষকের চোখ এড়িয়ে এমন গণটুকলির ঘটনা ঘটল তা এখনও বুঝতে পারছেন না বোর্ড কর্তারা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদাবাদ: এমন টোকাটুকির নজির এর আগে খুব একটা দেখেনি দেশ ৷ গুজরাত সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের খাতা দেখতে গিয়ে এমনই নমুনা দেখা গেল ৷ এক জন দু’জন নয়, ৯৫৯ জনের খাতায় ধরা পড়ল একই ভুল, তাও আবার একই জায়গায়!
advertisement

পরীক্ষার খাতা দেখতে গিয়ে দেখা গেল, দ্বাদশ শ্রেণির ৯৫৯ জন পরীক্ষার্থীর খাতায় যা উত্তর লেখা আছে, তা হুবহু এক। এই ঘটনা সামনে আসতেই মাথা ঘুরে যাওয়ার জোগাড় বোর্ড কর্তাদের ৷

জানা গিয়েছে শাস্তি স্বরূপ ওই ৯৫৯ জনের ফল ২০২০ অবধি আটকে রাখা হবে ৷ যে খাতাগুলিতে টুকলি ধরা পড়েছে তার বেশিরভাগই জুনাগড় ও গির-সোমনাথ জেলার ৷ বোর্ডের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই জেলায় পরবর্তীতে আর পরীক্ষার কেন্দ্র করা হবে না ৷ তবে কী ভাবে পরীক্ষকের চোখ এড়িয়ে এমন গণটুকলির ঘটনা ঘটল তা এখনও বুঝতে পারছেন না বোর্ড কর্তারা ৷ মনে করা হচ্ছে, কোনও কোনও জায়গায় পরীক্ষকরাই উত্তর বলে দিয়েছেন ৷ কোথাও বা টুকলি বিলির জন্য টাকাপয়সার লেনদেনও হয়েছে ৷ অভিযুক্ত সমস্ত ছাত্রছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে বোর্ড কর্তৃপক্ষ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘাটালবাসীর ভোগান্তি অতীত! মাস্টার প্ল্যানের অংশ হিসেবে শুরু হল জরুরি খাল সংস্কারের কাজ
আরও দেখুন

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, একটা রচনা লিখতে গিয়ে ২০০ জন পড়ুয়া একই ভাবে রচনা শুরু করেছে। গতে বাঁধা একটাই লাইন, ঘুরেফিরে এসেছে সকলের রচনায়। এটা দেখেই প্রথম সন্দেহ হয় শিক্ষক-শিক্ষিকাদের। তারপর একে একে দেখা যায় ইকনমিক্স, ইংরেজি, স্ট্যাটিসটিক্স এবং অ্যাকাউন্টেন্সি——সব পরীক্ষাতেই লাইন দিয়ে টুকেছে পড়ুয়ারা।

বাংলা খবর/ খবর/দেশ/
গণটুকলির বিরল নজির গড়ল গুজরাত, ৯৫৯ জনের খাতায়, একই জায়গায় একই ভুল