পরীক্ষার খাতা দেখতে গিয়ে দেখা গেল, দ্বাদশ শ্রেণির ৯৫৯ জন পরীক্ষার্থীর খাতায় যা উত্তর লেখা আছে, তা হুবহু এক। এই ঘটনা সামনে আসতেই মাথা ঘুরে যাওয়ার জোগাড় বোর্ড কর্তাদের ৷
জানা গিয়েছে শাস্তি স্বরূপ ওই ৯৫৯ জনের ফল ২০২০ অবধি আটকে রাখা হবে ৷ যে খাতাগুলিতে টুকলি ধরা পড়েছে তার বেশিরভাগই জুনাগড় ও গির-সোমনাথ জেলার ৷ বোর্ডের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই জেলায় পরবর্তীতে আর পরীক্ষার কেন্দ্র করা হবে না ৷ তবে কী ভাবে পরীক্ষকের চোখ এড়িয়ে এমন গণটুকলির ঘটনা ঘটল তা এখনও বুঝতে পারছেন না বোর্ড কর্তারা ৷ মনে করা হচ্ছে, কোনও কোনও জায়গায় পরীক্ষকরাই উত্তর বলে দিয়েছেন ৷ কোথাও বা টুকলি বিলির জন্য টাকাপয়সার লেনদেনও হয়েছে ৷ অভিযুক্ত সমস্ত ছাত্রছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে বোর্ড কর্তৃপক্ষ ৷
advertisement
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, একটা রচনা লিখতে গিয়ে ২০০ জন পড়ুয়া একই ভাবে রচনা শুরু করেছে। গতে বাঁধা একটাই লাইন, ঘুরেফিরে এসেছে সকলের রচনায়। এটা দেখেই প্রথম সন্দেহ হয় শিক্ষক-শিক্ষিকাদের। তারপর একে একে দেখা যায় ইকনমিক্স, ইংরেজি, স্ট্যাটিসটিক্স এবং অ্যাকাউন্টেন্সি——সব পরীক্ষাতেই লাইন দিয়ে টুকেছে পড়ুয়ারা।
