TRENDING:

বয়স ৯০ বছর, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়েও রাস্তায় ‘ভিক্ষা’ করছেন সুরেন্দ্র !

Last Updated:

গাড়ি ঘোড়া তো দূরের কথা, যদি দু’বেলা দুমুঠো খাবার না জোটে? দারুণ নম্বরে ভরা মার্কশিট যদি শুধুমাত্র কাগজের রূপ নয় !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গোয়ালিয়র: ছোট থেকে শুনে আসা এক প্রবাদ ৷ পড়াশুনো করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে ! এই প্রবাদের ওপর বিশ্বাস করেই মাথা ঝুঁকিয়ে দিনরাত পড়াশুনো, পরীক্ষায় ভাল ফল, সেই ফলের জোরে ভাল চাকরি প্রাপ্তি ! সব মিলিয়ে যোগফোল ভাল জীবন ! শান্তির ৷ আর যদি এই প্রবাদ সত্যি না হয়? গাড়ি ঘোড়া তো দূরের কথা, যদি দু’বেলা দুমুঠো খাবার না জোটে? দারুণ নম্বরে ভরা মার্কশিট যদি শুধুমাত্র কাগজের রূপ নয় ! হ্যাঁ, এই প্রবাদের ঠিক উল্টো চিত্রই যেন ধরা পড়ল গোয়ালিয়রের রাস্তায় ৷ যেখানে এক বৃদ্ধকে দেখা গেল রাজপথে বসে ভিক্ষাবৃত্তি করতে ! তবে চমক এখানে নয়, চমকে উঠতে হয়, যখন জানতে পারা যায় এই বৃদ্ধ আইআইটি কানপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার !
advertisement

আসুন, পুরো গল্পটা শোনা যাক ৷

গোয়ালিয়ের এক স্বেচ্ছাসেবক সংস্থা রাস্তা থেকে উদ্ধার করেছেন এক ৯০ বছরের বৃদ্ধকে ৷ যার নাম সুরেন্দ্র বশিষ্ঠ ! এই ৯০ বছরের সুরেন্দ্র বশিষ্ঠই হলেন কানপুর আইআইটি থেকে পাশ করা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ৷

গোয়ালিয়রের স্বেচ্ছাসেবক সংস্থা, যারা এই বৃদ্ধকে উদ্ধার করেছেন তাঁদের তরফ থেকে জানানো হয়েছে, ‘বহুদিন ধরেই এই বৃদ্ধকে রাস্তায় ভিক্ষাবৃত্তি করতে দেখেছি ৷ তাঁর শারীরিক অবস্থা মোটেই ভাল নয় ৷ খোঁজ খবর নিতেই দেখা যায়, তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং ১৯৬৯ সালে আইআইটি কানপুর থেকে পাশ করেন  ৷ চাকরিও করতেন জেসি মিল নামক এক সংস্থায় ৷ সেই মিল বন্ধ হওয়ার পর থেকেই অর্থনৈতিক কষ্টে ভুগতে শুরু করেন সুরেন্দ্র৷ ’ স্বেচ্ছাসেবক সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, ‘নিজের জীবনের কথা ঝরঝরে ইংরেজিতে বলে যান বৃদ্ধা ৷ এবং তিনি নিজে থেকেই তাঁর এই অবণতির কথা বলতে থাকেন ৷ ’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

জানা গিয়েছে, তাঁর আত্মীয়স্বজ্জনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালানো হচ্ছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
বয়স ৯০ বছর, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়েও রাস্তায় ‘ভিক্ষা’ করছেন সুরেন্দ্র !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল