TRENDING:

Lockdown| শ্রমিক স্পেশাল ট্রেনে ৮০ জনের মৃত্যু হয়েছে! জানিয়ে দিল রেল

Last Updated:

লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে পয়লা মেয়ে থেকে শ্রমিক স্পেশাল ট্রেন চালু করেছে রেল৷ ২৭ মে পর্যন্ত ৩ হাজার ৮৪০টি শ্রমিক স্পেশাল ট্রেন চলেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশজুড়ে লকডাউন শুরুর পরে পরিযায়ী শ্রমিকদের দুর্দশার খবর আর নতুন করে বলার অপেক্ষা রাখে না৷ এ বার রেলের এই খবরটিও প্রমাণ করল, লকডাউনের জেরে দেশের যাদের সবচেয়ে ক্ষতি হয়েছে, তাদের মধ্যে অন্যতম পরিযায়ী শ্রমিকরা৷ রেল জানাল, গত ৯ মে থেকে ২৭ মে-র মধ্যে শ্রমিক স্পেশাল ট্রেনে মৃত্যু হয়েছে ৮০ জন পরিযায়ী শ্রমিকের৷
advertisement

লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে পয়লা মেয়ে থেকে শ্রমিক স্পেশাল ট্রেন চালু করেছে রেল৷ ২৭ মে পর্যন্ত ৩ হাজার ৮৪০টি শ্রমিক স্পেশাল ট্রেন চলেছে৷ রেলের হিসেব অনুযায়ী, ৫০ লক্ষ পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরানো হয়েছে৷ আরপিএফ-এর ডেটা বলছে, ৯মে থেকে ২৭ মের মধ্যে শ্রমিক স্পেশাল ট্রেনে মারা গিয়েছেন ৮০ জন পরিযায়ী শ্রমিক৷

advertisement

রেলমন্ত্রকের দাবি, যাঁরা মারা গিয়েছেন, তাঁরা বেশির ভাগই আগেই অসুস্থ ছিলেন৷ বিভিন্ন শহরে চিকিত্‍সা চলছিল৷ লকডাউনের জেরে বাড়ি ফিরতে বাধ্য হন৷ কিন্তু ট্রেনেই অবস্থার অবনতি হওয়ায় মৃত্যু হয়৷ তবে কিছু মৃত্যু প্রবল গরম ও খেতে না পেয়ে হয়েছে বলেও জানা যাচ্ছে৷

আরপিএফ-এর তরফে জানানো হয়েছে, এটি প্রাথমিক তালিকা প্রকাশ করা হল৷ চূড়ান্ত তালিকা কয়েক দিন পরে প্রকাশিত হবে৷ রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব বলেন, 'যে কোনও মৃত্যুই বড় ক্ষতি৷ তবে কোনও যাত্রী অসুস্থ বোধ করলে ট্রেন দ্রুত থামানোর ব্যবস্থা করা হয়েছে৷ সংশ্লিষ্ট ব্যক্তিকে কাছাকাছি হাসপাতালে চিকিত্‍সারও ব্যবস্থা করা হচ্ছে৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Lockdown| শ্রমিক স্পেশাল ট্রেনে ৮০ জনের মৃত্যু হয়েছে! জানিয়ে দিল রেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল