TRENDING:

Offbeat Wedding: সন্তানরা ব্যস্ত নিজেদের সংসারে, একাকিত্ব কাটাতে ফের বিয়ে করলেন ৭০ বছর বয়সি বৃদ্ধ

Last Updated:

Offbeat Wedding: কেন্দ্রাপাড়ার বাসিন্দা এই বৃদ্ধও গত মাসে বিয়ে করেছেন। অঙ্গীকার নিয়েছেন নতুন জীবনের পথে চলার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেন্দ্রাপাড়া : নিজের ছোট পুত্রবধূকে বিয়ে করে সম্প্রতি খবরের শিরোনামে উত্তরপ্রদেশের বাসিন্দা ৭০ বছর বয়সি বৃদ্ধ কৈলাস যাদব। বিপত্নীক কৈলাসের নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত ফের সামনে এনেছে ওড়িশার শক্তিপদ সামন্তর কথা। কেন্দ্রাপাড়ার বাসিন্দা এই বৃদ্ধও গত মাসে বিয়ে করেছেন। অঙ্গীকার নিয়েছেন নতুন জীবনের পথে চলার।
advertisement

প্রথম স্ত্রীকে শক্তিপদ হারিয়েছেন ২০১৭ সালে। তাঁর দুই ছেলে এবং দুই মেয়ে ব্যস্ত নিজেদের সংসার নিয়ে। জীবনে একাকিত্ব ক্রমেই গ্রাস করছিল বৃদ্ধ শক্তিপদকে। জীবনের এমন এক পরিস্থিতিতে তাঁর সঙ্গে আলাপ হয় তেজস্বিনী মণ্ডলের। চার বছর আগে স্বামীকে হারিয়ে তেজস্বিনীও তখন নিঃসঙ্গ। দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন। কেন্দ্রাপাড়া জেলার গোগুয়া গ্রামের কাছে জগন্নাথ মন্দিরে বিয়ে করেন শক্তিপদ ও তেজস্বিনী।

advertisement

আরও পড়ুন :  কনের তর্জনীর সিঁদুর বরের কপালে, কন্যাদান প্রথা বাদ দিয়ে মহিলা পুরোহিতের উপস্থিতিতে ছকভাঙা বিয়ে

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

গ্রামের এক হাটে তেজস্বিনীর সঙ্গে আলাপ শক্তিপদর। তেজস্বিনীর তিন ছেলে দিনমজুর হিসেবে কাজ করেন বড় শহরে। তেজস্বিনীর অন্ন সংস্থান হত মাটির পাত্র বিক্রি করে। তাঁর দুঃখের কথা শোনার পর বিয়ের প্রস্তাব দেব শক্তিপদ। রাজি হয়ে যান তেজস্বিনীও। তার পরই চার হাত এক হয়ে যাওয়া। বিয়ে দেন মন্দিরের পুরোহিত। উপস্থিত ছিলেন গ্রামবাসীরা।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Offbeat Wedding: সন্তানরা ব্যস্ত নিজেদের সংসারে, একাকিত্ব কাটাতে ফের বিয়ে করলেন ৭০ বছর বয়সি বৃদ্ধ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল