প্রথম স্ত্রীকে শক্তিপদ হারিয়েছেন ২০১৭ সালে। তাঁর দুই ছেলে এবং দুই মেয়ে ব্যস্ত নিজেদের সংসার নিয়ে। জীবনে একাকিত্ব ক্রমেই গ্রাস করছিল বৃদ্ধ শক্তিপদকে। জীবনের এমন এক পরিস্থিতিতে তাঁর সঙ্গে আলাপ হয় তেজস্বিনী মণ্ডলের। চার বছর আগে স্বামীকে হারিয়ে তেজস্বিনীও তখন নিঃসঙ্গ। দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন। কেন্দ্রাপাড়া জেলার গোগুয়া গ্রামের কাছে জগন্নাথ মন্দিরে বিয়ে করেন শক্তিপদ ও তেজস্বিনী।
advertisement
আরও পড়ুন : কনের তর্জনীর সিঁদুর বরের কপালে, কন্যাদান প্রথা বাদ দিয়ে মহিলা পুরোহিতের উপস্থিতিতে ছকভাঙা বিয়ে
গ্রামের এক হাটে তেজস্বিনীর সঙ্গে আলাপ শক্তিপদর। তেজস্বিনীর তিন ছেলে দিনমজুর হিসেবে কাজ করেন বড় শহরে। তেজস্বিনীর অন্ন সংস্থান হত মাটির পাত্র বিক্রি করে। তাঁর দুঃখের কথা শোনার পর বিয়ের প্রস্তাব দেব শক্তিপদ। রাজি হয়ে যান তেজস্বিনীও। তার পরই চার হাত এক হয়ে যাওয়া। বিয়ে দেন মন্দিরের পুরোহিত। উপস্থিত ছিলেন গ্রামবাসীরা।