TRENDING:

অতিরিক্ত ভিড় সামাল দিতে আরও ৭ জোড়া উৎসব স্পেশাল ট্রেন! উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বড় উদ্যোগ

Last Updated:

ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে আসন্ন উৎসব মরসুমে কয়েকটি গন্তব্যস্থলের জন্য আরও ৭ জোড়া উৎসব স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
News18
News18
advertisement

এই উৎসব বিশেষ ট্রেনগুলির মধ্যে – ট্রেন  ০৮০৪৭/০৮০৪৮ শালিমার – রাঙাপাড়া নর্থ – শালিমার ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর, ২০২৫ পর্যন্ত উভয় দিক থেকে ৩টি ট্রিপের জন্য চলবে।

ট্রেন নম্বর ০৩০০৫/০৩০০৬ (হাওড়া – লামডিং – হাওড়া) ২৬ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর, ২০২৫ পর্যন্ত উভয় দিক থেকে ১০টি ট্রিপের জন্য চলবে।

advertisement

ট্রেন নম্বর ০৫৭৪২/০৫৭৪১ (নিউ জলপাইগুড়ি – গোমতি নগর – নিউ জলপাইগুড়ি) ২৮ সেপ্টেম্বর থেকে ৩ নভেম্বর, ২০২৫ পর্যন্ত উভয় দিক থেকে ৬টি ট্রিপের জন্য চলবে।

ট্রেন নম্বর ০৩১২৯/০৩১৩০ (কলকাতা – নিউ জলপাইগুড়ি – কলকাতা) ২৮ সেপ্টেম্বর থেকে ২৪ নভেম্বর, ২০২৫ পর্যন্ত উভয় দিক থেকে ১০টি ট্রিপের জন্য চলবে।

ট্রেন নম্বর ০৫৭৩৮/০৫৭৩৭ (নিউ জলপাইগুড়ি – নারকটিয়াগঞ্জ – নিউ জলপাইগুড়ি) ২৮ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর, ২০২৫ পর্যন্ত উভয় দিক থেকে ৭টি ট্রিপের জন্য চলবে। ট্রেন নম্বর ০৫৭৪০/০৫৭৩৯ (নিউ জলপাইগুড়ি – পটনা জং. – নিউ জলপাইগুড়ি) ২০ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর, ২০২৫ পর্যন্ত উভয় দিক থেকে ৮টি ট্রিপের জন্য চলবে।

advertisement

ট্রেন নম্বর ০৫৭৩৪/০৫৭৩৩ (কিষানগঞ্জ – অমৃতসর – কিষানগঞ্জ) ২ অক্টোবর থেকে ১৫ নভেম্বর, ২০২৫ পর্যন্ত উভয় দিক থেকে ৭টি ট্রিপের জন্য চলবে। সেই অনুযায়ী ট্রেন নম্বর ০৮০৪৭ (শালিমার – রাঙাপাড়া নর্থ) স্পেশাল প্রত্যেক শুক্রবারে শালিমার থেকে রওনা দিয়ে শনিবার রাঙাপাড়া নর্থ পৌঁছাবে। ফেরার সময় রাঙাপাড়া নর্থ – শালিমার স্পেশাল প্রত্যেক শনিবারে রাঙাপাড়া নর্থ থেকে সাড়ে চারটে রওনা দিয়ে রবিবার শালিমার পৌঁছবে।

advertisement

আরও পড়ুন: হঠাৎ একধাক্কায় দাম কমছে সব খাবারের! সস্তা হবে ইলেকট্রনিক জিনিসও, জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে বড় ঘোষণা

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ট্রেন নম্বর ০৫৭৪০ নিউ জলপাইগুড়ি – পটনা স্পেশ্যাল প্রত্যেক শনিবারে নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে একইদিনে পটনা পৌঁছবে।  প্রত্যেক রবিবারে পটনা জংশন  থেকে রওনা দিয়ে রবিবার নিউ জলপাইগুড়ি পৌঁছাবে। ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
অতিরিক্ত ভিড় সামাল দিতে আরও ৭ জোড়া উৎসব স্পেশাল ট্রেন! উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বড় উদ্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল