এবারের লোকসভা নির্বাচনে বিজেপিকে আটকানোর জন্য সমস্ত রকমের চেষ্টা চালাচ্ছে বিরোধী দলগুলি ৷ ফেডারেল ফ্রন্ট ও কংগ্রেস একসঙ্গে মোদিকে পরাজিত করতে চায় ৷ তারই মাঝে ফার্স্টপোস্টের ট্রাস্ট সার্ভেতে জনতা মত কিন্তু অন্য কিছু বলছে ৷ THE NATIONAL SURVEY-তে দেখা গিয়েচে ৬৩.৪ শতাংশ মানুষ নরেন্দ্র মোদিকে আরও একবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন ৷
advertisement
২ থেকে ২২ মার্চের মধ্যে ৩০টি রাজ্যে সার্ভে করা হয়েছিল ৷ তাতে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল গান্ধি ৷ কিন্তু জনপ্রিয়তার দিক থেকে রাহুল গান্ধির থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদি ৷ মাত্র ১৬.১ শতাংশ মানুষ রাহুল গান্ধিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৩.৪ শতাংশ, মায়াবতীকে ২.২ শতাশ ও প্রিয়াঙ্কা গান্ধিক১.৫ শতাংশ ৷ নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৬৩ শতাংশ মানুষ ৷