নিহত পুলিশকর্মীদের চেহারা বিকৃত করে তাদের অস্ত্র ছিনিয়ে নিয়ে পালায় সন্ত্রায়বাদীরা ৷ পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর -ই -তৈবা এই হামলার পিছনে রয়েছে বলে মনে করা হচ্ছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক ৷
জানা গিয়েছে, বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছে হামলায় ৷ গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ হামলার পর ঘোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷
advertisement
অনন্তনাগের আরওয়ানিতে নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে লস্কর-ই-তৈবার দুই সদস্যের মৃত্যু হয় ৷ তার বদলা নিতেই পুলিশবাহিনীর উপর হামলা চালিয়েছে জঙ্গিরা বলে মনে করা হচ্ছে ৷
শুক্রবার সাব ইনস্পেক্টর ফিরোজ আহমেদ থানায় ফিরছিলেন ৷ সেই সময় কুলগাদ গ্রামের কাছে পুলিশ বাবিনীর উপর হামলা চালায় জঙ্গিরা ৷ পুলিশকে লক্ষ্য কর গুলি চালাতে থাকে জঙ্গিরা ৷ আহমেদ-সহ ৬ পুলিশকর্মীর মৃত্যু হয় ঘটনাস্থলেই ৷ লস্কর -ই -তৈবা এই হামলার দায় স্বীকার করেছে ৷
শনিবার সকালে তিন সন্ত্রাসবাদীর সঙ্গে টানা বেশ কয়েক ঘন্টা গুলিবিনিময় হয় নিরাপত্তাবাহিনীর। সংঘর্ষে তিন জঙ্গিই নিহত হয়েছেন ৷