ভূমিকম্পের জেরে জম্মু কাশ্মীরের আশেপাশের রাজ্যগুলিতে কম্পণ অনুভূত হয়। এই ভূমিকম্পের জেরে হতাহতের কোনও খবর মেলেনি। বেশ কিছু এলাকার বাসিন্দারা আতঙ্কে ঘাবড়ে যান। বাড়ি থেকেও বেরিয়ে আসেন অনেকে। কিন্তু এখনও পর্যন্ত কোনওরকম ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
বছরের শুরুর দিন অর্থাৎ গত ১লা জানুয়ারি দিল্লি এনসিআরেও ভূমিকম্প অনুভূত হয়েছিল। তথ্য অনুসারে, ১লা জানুয়ারি ভোরে দিল্লি-এনসিআরে ৩.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। গত ১২ নভেম্বর দিল্লি-এনসিআরে কম্পণ অনুভূত হয়েছিল।
advertisement
আরও পড়ুন, বন্দে ভারত এক্সপ্রেসে পাথর মেরেছিল কারা? প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ! তুমুল চাঞ্চল্য
আরও পড়ুন, সহযাত্রী বৃদ্ধার গায়ে প্রস্রাব! এয়ার ইন্ডিয়ার যাত্রীর বিরুদ্ধে FIR দায়ের পুলিশের
মাত্র মাস দুয়েক আগেই ভূমিকম্পের জোড়া কম্পনে কেঁপে ওঠে অরুণাচল প্রদেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭ মাত্রা। তার জেরে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় অনুভূত হয় কম্পন। সিয়াং জেলায় এই ভূমিকম্পের উৎপত্তি স্থল।