TRENDING:

Maoist: মহারাষ্ট্রের গড়চিরোলিতে পুলিশের সঙ্গে গুলিযুদ্ধে মৃত পাঁচ মাওবাদী

Last Updated:

মহারাষ্ট্রের গড়চিরোলি নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলিযুদ্ধে নিহত হয়েছে পাঁচ মাওবাদী। সোমবার মহারাষ্ট্র পুলিশের পক্ষ জানানো হয়েছে। নিরাপত্তারক্ষীদের সি-৬০ ইউনিটের গড়চিরোলি বাহিনীর সঙ্গে গুলিযুদ্ধ বাধে। পূর্ব মহারাষ্ট্রের ভামরাগাধ এলাকায় এই ঘটনাটি ঘটে। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই অপারেশন তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: মহারাষ্ট্রের গড়চিরোলি নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলিযুদ্ধে নিহত হয়েছে পাঁচ মাওবাদী। সোমবার মহারাষ্ট্র পুলিশের পক্ষ জানানো হয়েছে।
ফাইল চিত্র
ফাইল চিত্র
advertisement

নিরাপত্তারক্ষীদের সি-৬০ ইউনিটের গড়চিরোলি বাহিনীর সঙ্গে গুলিযুদ্ধ বাধে। পূর্ব মহারাষ্ট্রের ভামরাগাধ এলাকায় এই ঘটনাটি ঘটে। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই অপারেশন তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: ট্রেনে এই জিনিসগুলি নিয়ে উঠলেই ৩৬ মাসের জেল! দীপাবলি-ছটে সাবধান

গড়চিরোলির পুলিশ সুপার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানান, মহারাষ্ট্র-ছত্তিসগড়ের সীমান্তে গত দু দিন ধরে দ্বিতীয় মাওবাদীরা আক্রমণ চালানোর চেষ্টা চালাচ্ছিল। নভেম্বর ২০-শে আগামী নির্বাচনের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা করেছিল।

advertisement

আরও পড়ুন: ঘরে প্রবল অশান্তি, করবা চৌথের দিন স্বামীকে বিষ খাইয়ে খুন করল স্ত্রী!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গোপন সূত্রে খবর পেয়েই এলাকায় তল্লাশি চালাতে শুরু করে নিরাপত্তাকর্মীরা। এরপরেই মাওবাদীদের সঙ্গে গুলিযুদ্ধে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এই গুলিযুদ্ধ শেষেই পাঁচ মাওবাদী খতম হয়েছে বলে জানানো হয় নিরাপত্তাকর্মীদের পক্ষ থেকে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Maoist: মহারাষ্ট্রের গড়চিরোলিতে পুলিশের সঙ্গে গুলিযুদ্ধে মৃত পাঁচ মাওবাদী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল