নিরাপত্তারক্ষীদের সি-৬০ ইউনিটের গড়চিরোলি বাহিনীর সঙ্গে গুলিযুদ্ধ বাধে। পূর্ব মহারাষ্ট্রের ভামরাগাধ এলাকায় এই ঘটনাটি ঘটে। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই অপারেশন তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ট্রেনে এই জিনিসগুলি নিয়ে উঠলেই ৩৬ মাসের জেল! দীপাবলি-ছটে সাবধান
গড়চিরোলির পুলিশ সুপার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানান, মহারাষ্ট্র-ছত্তিসগড়ের সীমান্তে গত দু দিন ধরে দ্বিতীয় মাওবাদীরা আক্রমণ চালানোর চেষ্টা চালাচ্ছিল। নভেম্বর ২০-শে আগামী নির্বাচনের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা করেছিল।
advertisement
আরও পড়ুন: ঘরে প্রবল অশান্তি, করবা চৌথের দিন স্বামীকে বিষ খাইয়ে খুন করল স্ত্রী!
গোপন সূত্রে খবর পেয়েই এলাকায় তল্লাশি চালাতে শুরু করে নিরাপত্তাকর্মীরা। এরপরেই মাওবাদীদের সঙ্গে গুলিযুদ্ধে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এই গুলিযুদ্ধ শেষেই পাঁচ মাওবাদী খতম হয়েছে বলে জানানো হয় নিরাপত্তাকর্মীদের পক্ষ থেকে।