ঘটনা উত্তরাখণ্ডের শ্রীনগরের গাড়ওয়ালের। জানা গিয়েছে, ওই ব্যক্তি প্রায় মাসখানেক ধরে নাকের সমস্যায় ভুগছিলেন। নাক দিয়ে ব্যথা ও রক্তক্ষরণে অস্থির হয়ে তিনি শ্রীনগর ইউনাইটেড হাসপাতালে পৌঁছান। ইএনটি ডাক্তারকে দেখানোর পর রিপোর্টে দেখা যায় তাঁর নাকে একটি জোঁক ঢুকেছে। সেই জোঁকটির আকার ৫ ইঞ্চি মতো। চিকিৎসকদের দাবি, রক্ত খেয়ে জোঁকটির আকার আরও বাড়ছিল। ফলে বড়সড় বিপদ হতে পারত।
advertisement
শেষে চিকিৎসা করে ওই জোঁকটিকে ব্যক্তির নাক থেকে বার করা হয়। ব্যক্তির দাবি, তিনি কিছুতেই বুঝতে পারেননি যে তাঁর নাকের মধ্যে এতোদিন ধরে একটি জোঁক ঢুকেছিল। চিকিৎসকদের অনুমান, জোঁকটি যখন ওই ব্যক্তির নাকে ঢুকেছিল তখন আকারে ছোট ছিল। পরে রক্ত চুষে জোঁকের আয়তন বেড়ে যায়। আরও কয়েকদিন থাকলে জোঁকটির আকার আরও বেড়ে যেত বলে অনুমান চিকিৎসকদের।
আপাতত ওই ব্যক্তি সুস্থ রয়েছেন। তাঁর নাক থেকে জোঁকটি বের করা গিয়েছে। তাঁর আরও কিছু শারীরিক পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। তাঁর নাক দিয়ে রক্ত বার হওয়াও বন্ধ হয়েছে।
আরও পড়ুন, বন্দে ভারত এক্সপ্রেসে পাথর মেরেছিল কারা? প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ! তুমুল চাঞ্চল্য
আরও পড়ুন, সহযাত্রী বৃদ্ধার গায়ে প্রস্রাব! এয়ার ইন্ডিয়ার যাত্রীর বিরুদ্ধে FIR দায়ের পুলিশের
জানা গিয়েছে, ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি প্রায় একমাস ধরে নাকের সমস্যায় ভুগছিলেন। ফলে তাঁর নাকে আর অন্য কোনও সমস্যা তৈরি হয়েছে কিনা, তাও পরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা।