TRENDING:

Viral: নাকে মারাত্মক ব্যথা! ডাক্তারের কাছে যেতেই নাক থেকে বেরিয়ে এল...

Last Updated:

Viral: ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি প্রায় একমাস ধরে নাকের সমস্যায় ভুগছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: বেশ কিছুদিন ধরে ক্রমাগত নাকের সমস্যায় ভুগছিলেন এক ব্যক্তি। কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না আদৌ কী হয়েছে। মাঝে মধ্যে নাক থেকে রক্তও পড়ত। শেষে ব্যথায় থাকতে না পেরে চিকিৎসকের কাছে যান ওই ব্যক্তি। সেখানেই গিয়ে কার্যত চমকে ওঠেন সকলে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

ঘটনা উত্তরাখণ্ডের শ্রীনগরের গাড়ওয়ালের। জানা গিয়েছে, ওই ব্যক্তি প্রায় মাসখানেক ধরে নাকের সমস্যায় ভুগছিলেন। নাক দিয়ে ব্যথা ও রক্তক্ষরণে অস্থির হয়ে তিনি শ্রীনগর ইউনাইটেড হাসপাতালে পৌঁছান। ইএনটি ডাক্তারকে দেখানোর পর রিপোর্টে দেখা যায় তাঁর নাকে একটি জোঁক ঢুকেছে। সেই জোঁকটির আকার ৫ ইঞ্চি মতো। চিকিৎসকদের দাবি, রক্ত খেয়ে জোঁকটির আকার আরও বাড়ছিল। ফলে বড়সড় বিপদ হতে পারত।

advertisement

শেষে চিকিৎসা করে ওই জোঁকটিকে ব্যক্তির নাক থেকে বার করা হয়। ব্যক্তির দাবি, তিনি কিছুতেই বুঝতে পারেননি যে তাঁর নাকের মধ্যে এতোদিন ধরে একটি জোঁক ঢুকেছিল। চিকিৎসকদের অনুমান, জোঁকটি যখন ওই ব্যক্তির নাকে ঢুকেছিল তখন আকারে ছোট ছিল। পরে রক্ত চুষে জোঁকের আয়তন বেড়ে যায়। আরও কয়েকদিন থাকলে জোঁকটির আকার আরও বেড়ে যেত বলে অনুমান চিকিৎসকদের।

advertisement

আপাতত ওই ব্যক্তি সুস্থ রয়েছেন। তাঁর নাক থেকে জোঁকটি বের করা গিয়েছে। তাঁর আরও কিছু শারীরিক পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। তাঁর নাক দিয়ে রক্ত বার হওয়াও বন্ধ হয়েছে।

আরও পড়ুন, বন্দে ভারত এক্সপ্রেসে পাথর মেরেছিল কারা? প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ! তুমুল চাঞ্চল্য

আরও পড়ুন, সহযাত্রী বৃদ্ধার গায়ে প্রস্রাব! এয়ার ইন্ডিয়ার যাত্রীর বিরুদ্ধে FIR দায়ের পুলিশের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জানা গিয়েছে, ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি প্রায় একমাস ধরে নাকের সমস্যায় ভুগছিলেন। ফলে তাঁর নাকে আর অন্য কোনও সমস্যা তৈরি হয়েছে কিনা, তাও পরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা।

বাংলা খবর/ খবর/দেশ/
Viral: নাকে মারাত্মক ব্যথা! ডাক্তারের কাছে যেতেই নাক থেকে বেরিয়ে এল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল