গোয়েন্দা সূত্রে খবর পেয়েই ছত্তিশগড়ের মাদ ডিভিশনের আবুঝমাদ এলাকায় প্রবীণ তথা প্রথমসারির মাওবাদী নেতার খোঁজে যৌথ অপারেশন চালায় সে রাজ্যের চার জেলার পুলিশ৷ আবুজমাদ এবং ইন্দ্রবতী জাতীয় উদ্যানের জঙ্গলে একটানা চলে মাওবাদী বিরোধী অপারেশন৷
ছত্তিশগড়ের উপ মুখ্যমন্ত্রী তথা সে রাজ্যের গৃহমন্ত্রী বিজয় শর্মা বলেন, ‘‘২৬ জনেরও বেশি মাওবাদীকে খতম করা হয়েছে৷ তার মধ্যে কিছু বড় মাপের নেতাও ছিল৷ পুলিশের এক সাপোর্টারও সংঘর্ষে মারা গিয়েছে৷ মাও সংঘর্ষে এক পুলিশকর্মী আহত হয়েছেন৷’’
advertisement
গত সপ্তাহে, ছত্তিশগড়-তেলেঙ্গানার কারেগুট্টালু পাহাড়ে (কেজিএইচ) সবচেয়ে বড় অভিযান চালায় পুলিশ৷ নিহত হয় কমপক্ষে ৩১ জন মাওবাদী। ছত্তিশগড় পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) গত ২১ দিন ধরে ২১টি এনকাউন্টার করেছে৷ তারপর উদ্ধার হয়েছে ৩১ জন পোশাকধারী মাওবাদীর মৃতদেহ এবং ৩৫টি অস্ত্র৷ যার মধ্যে ১৬ জন মহিলা মাওবাদীও ছিল।
ছত্তিশগড়-তেলঙ্গানা সীমান্তে নকশালদের একটি দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে বিবেচিত কারেগুট্টালু পাহাড়ে (কেজিএইচ) ২১ দিন ধরে সংঘটিত ২১টি এনকাউন্টারের পর এই অভিযান চালানো হয়।